টাকার অভাবে লুকিয়ে নাটক দেখা থেকে দাপুটে অভিনেতা! কেমন ছিল পরেশ রাওয়ালের প্রথম জীবন?

Published on:

টাকার অভাবে লুকিয়ে নাটক দেখা থেকে দাপুটে অভিনেতা! কেমন ছিল পরেশ রাওয়ালের প্রথম জীবন?

বলিউড সুপারস্টার পরেশ রাওয়াল। যাঁর অভিনয় নিয়ে কারও কোনও সন্দেহ নেই। ছোট থেকে বড় সকলেই মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন তাঁর অভিনয়। কিন্তু একদিন এই জায়গা তৈরি হয়নি। আজকের এই মসৃণ পথের পেছনে রয়েছে অসংখ্য চড়াই উৎরাই পেরিয়ে আসার কাহিনী।

পরেশ রাওয়াল খুব অল্প বয়সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয়কেই পেশা করতে চান তিনি। সেই মতোই শুরু হয় লড়াই। বাড়ির পাশেই থিয়েটারে চলত নাটকের মহড়া। সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে নাটক দেখতেন তিনি। একদিন সেখানকার ম্যানেজার পরেশের এমন আগ্রহ দেখে তাঁকে নাটকটি দেখার অনুমতি দেন এবং তাঁকে বলেন যে তিনি যেকোনও সময় সেখানে এসে নাটকটি দেখতে পারেন।

   
 ⁠

পরেশ এমন একজন শিল্পী, যিনি যে চরিত্রেই অভিনয় করেন, দর্শকরা তাঁকে বারবার দেখতে পছন্দ করে। ১৯৮৪ সালে প্রথম ছবির জগতে পা রাখেন তিনি। কখনও আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সবসময়ই তাঁর কর্মজীবন প্রাধান্য পেয়েছে।

  
 ⁠

২০১৪ সালে, পরেশ রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ভিলেন হয়েও যেমন দর্শকদের মন জয় করেছেন তেমনি আবার কমেডিয়ান চরিত্রেও দক্ষতার পরিচয় দিয়েছেন। শুধু ছবিতেই নয়, টিভি শোতেও কাজ করেছেন পরেশ