বাবা রিকশাচালক! মা হারা দুই সন্তানের দায়িত্ব নিলেন মসিহা এই অভিনেত্রী

একজন মাতৃহারাই হয়তো ভালোমতো বুঝতে পারে অপর মাতৃহারা দুঃখ। আর তাই দুই মাতৃহারা সন্তানের দায়িত্ব নিয়ে ফের তাদের কাছে মসিহা হয়ে উঠলেন বাংলাদেশী অভিনেত্রী পরীমনি। এক রিকশাচালকের মাতৃহারা দুই সন্তানের দায়িত্ব নিলেন অভিনেত্রী।
অভিনেত্রী পরিমনি জানতে পেরেছিলেন, বাংলাদেশের এক রিকশাচালকের দুই ছেলেমেয়ে মরিয়ম এবং নুর। তারা মাতৃহারা ছোট থেকেই। তাদের বাবা যারা এখন পেশার টানে বাইরে যায় তখন তাদের ঘরে তালা বন্ধ করে রেখে যায়। এই দুই ছোট্ট শিশুর দিন কাটে ভয়ংকর ভাবে।দিনের পর দিন অর্থাভাব, অপরিচ্ছনতায় থাকতে হয় তাঁদের। এই খবর যাওয়া মাত্রই নিজেকে আর ধরে রাখতে পারেননি পরীমনি।
অভিনেত্রী এই দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন। নিজের ছেলে রাজ্যের পাশাপাশি এই দুই মাতৃহারা সন্তানেরও যাবতীয় দায়িত্ব তিনি পালন করবেন বলে জানিয়েছেন। এলাকার কনটেন্ট নির্মাতা-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেন তিনি। সেই দুই শিশুর পাশে থাকার আর্জি জানিয়েছেন অভিনেত্রী।
ইতিমধ্যেই বাংলাদেশ সরকার ওই দুই শিশুকে নানান ভাবে সাহায্য করেছে। কিন্তু তারপরেও নিজের মাতৃত্ববোধ থেকে ওই দুই শিশুর পাশে দাঁড়ালেন পরীমনি। প্রসঙ্গত, স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই থাকেন পরিমনি। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল পরীমনির ছেলে রাজ্য। তবে আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে।