রাজের প্রথম বলিউডের কাজে ঠাঁই পেল না শুভশ্রী! হিন্দি পরিণীতার বাবাই দা হচ্ছেন এই টলি অভিনেতা

Published on:

ছেলের সাফল্যে গর্বিত বাবা! ইউভানের প্রথম পুরষ্কার প্রাপ্তিতে কী বললেন রাজ?

অবশেষে স্বপ্ন পূরণের পালা। বহুদিন পর নিজের স্বপ্ন সফল করার লক্ষ্যে পরিচালক রাজ চক্রবর্তী। হিন্দি ইন্ডাস্ট্রিতে নিজের সিনেমা পরিচালনার দক্ষতা দেখা চলেছেন তিনি। পরিণীতার হিন্দি ভার্সন আসবে আগেই জানা গিয়েছে। এবার কোন চরিত্রে কাকে দেখা যাবে তা প্রকাশ্যে এল।

২০১৯- এ পরিণীতা তৈরি করেছিলেন রাজ। এবার সেই ছবির প্রেক্ষাপটেই তৈরি হবে তাঁর হিন্দি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে একটি জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে।এবার প্রেম এবং প্রতিহিংসার মিশেলে তৈরি এই ছবিটিকেই অস্ত্র হিসাবে জাতীয় স্তরে তুলে ধরতে চাইছেন পরিচালক রাজ চক্রবর্তী।

   
 ⁠

শুভশ্রী বা ঋত্বিক নয়, তাদের বদলে দেখা যাবে অন্য অভিনেতা অভিনেত্রীকে। জানা গিয়েছে, বাবাই দার চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অপরদিকে মেহুল হিসেবে দেখা যাবে অদিতি পোহানকরকে। গৌরবকে যে চরিত্রে দেখা গিয়েছিল সেখানে দেখা যাবে সুমিত ব্যাসকে।

  
 ⁠

ইতিমধ্যেই এই সিরিজের কিছুটা শ্যুটিং কলকাতায় হয়ে গিয়েছে। গঙ্গার পাড়ে সেই শ্যুটিং করা হয়েছে। বাকিটা পুজোর সময় শ্যুটিং হবে। হিন্দিতে গল্প লিখবেন একজন মারাঠি লেখক। বাংলা পরিণীতার প্রেক্ষাপটে তৈরি হলেও বেশ কিছু পরিবর্তন আনা হবে হিন্দি ওয়েব সিরিজে।