সংসদে ব্যস্ত স্বামী! বাড়িতে একা একা মন ভালো করতে একী করলেন পরিণীতি?

Avatar

Published on:

সংসদে ব্যস্ত স্বামী! বাড়িতে একা একা মন ভালো করতে একী করলেন পরিণীতি?

আপাতত সংসদ অধিবেশনে ব্যস্ত স্বামী। দেখা নেই অনেকদিন। তাই মন ভালো রাখতে ভরসা সংসদ টিভির লাইভ স্ট্রিমিং। কথা হচ্ছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে নিয়ে। অধিবেশনের লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে পরিণীতি চোপড়া। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ভিডিও।

পরিণীতির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে,
রাঘব বক্তৃতা দিচ্ছেন আর ল্যাপটপে সেই স্ট্রিমিং দেখছেন পরিণীতি। ক্যাপশনে লিখেছেন, “বিভিন্ন শো বিঞ্জ ওয়াচ করা থেকে শুরু করে সাংসদ টিভিতে রাঘবের স্পিচ দেখা। কে জানত আমি এমনটা কখনও করব। একমাত্র উপায় ওকে সরাসরি দেখার। অনেক দূরে থেকে”। সঙ্গে হ্যাশট্যাগে লেখেন, লং ডিসটেন্স।

   
 ⁠

গত বছর সেপ্টেম্বর মাসে দীর্ঘ দিনের বন্ধু আপনেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি।অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাঘবের সঙ্গে প্রথম প্রাতঃরাশের পরেই তিনি বুঝে গিয়েছিলেন যে তাঁর সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চান। নিজে মা হওয়ার পাশাপাশি সন্তান দত্তক নেওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।

  
 ⁠

অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। এর আগে একটি সিনেমায় গান গাইতেও শোনা গিয়েছিল তাঁকে। ইতিমধ্যেই তাঁর গানের অ্যালবাম প্রকাশের খবর সামনে এসছে। সম্প্রতি এক গানের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।

চলতি বছরে মঞ্চেও পারফর্ম করেছেন পরিণীতি। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রথম লাইভ কনসার্ট করার ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী তথা গায়িকা।