বৌমার সঙ্গে জুটি বাঁধলেন কৃষ্ণা! সৃজনকে কি চিনতে পারবে পর্ণা?

Avatar

Published on:

বৌমার সঙ্গে জুটি বাঁধলেন কৃষ্ণা! সৃজনকে কি চিনতে পারবে পর্ণা?

সৃজন’-‘পর্ণা’র মিল হবে কি? ‘সৃজন’কে চিনতে পেরে স্মৃতি ফিরবে কি ‘পর্ণা’র? আপাতত নিম ফুলের মধু ধারাবাহিক ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। কিন্তু এরমধ্যেই বড় চমক। বৌমার সঙ্গে জুটি বেঁধে বর্ষা মঙ্গল উৎসবে সামিল হবে কৃষ্ণা।

পাড়ায় অনুষ্ঠিত হবে বর্ষা মঙ্গল উৎসব। সেখানে সব মহিলারা অংশগ্রহণ করবেন। জুটি বাঁধবেন মৌমিতা’-‘সুইটি’, ‘রুচি’-‘ললিতা। এদিকে দামী উপহারের লোভে বৌমা পর্ণার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কৃষ্ণাকে।

   
 ⁠

এরপরেই দেখা যাবে পাড়ার সকলে মিলে শিবের মাথায় জল ঢালতে যাবে। কিন্তু সেখানেও পর্নার সঙ্গে ষড়যন্ত্র করে সুইটি। রাস্তায় কাচ ফেলে রাখে সে। সেই কাচে পা কেটে যায় ‘পর্ণা’র। তবে সৃজন গোটা রাস্তা কোলে করে পর্নাকে নিয়ে যায়।

  
 ⁠

শুরুর দিন থেকেই এই ধারাবাহিককে পছন্দের তালিকায় জায়গা দিয়েছেন দর্শক। টিআরপিতে এক নম্বরে নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহে তারা পেয়েছিল ৭.০। ছিল প্রথম স্থানে।