বিনোদন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন হিয়া, এখন কেমন আছেন? ভিডিও পোস্ট করে যা জানালো অভিনেত্রী

কিছুদিন আগেই অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পটল কুমার গানওয়ালা ওরফে হিয়া। অস্ত্রোপচার হয়েছে তাঁর। হাসপাতালের শয্যা থেকে নিজেই জানিয়েছিলেন সেই কথা। তবে এবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। সেই পোষ্টও করেছেন হাসপাতালের শয্যায় বসে।

বৃহস্পতিবার অপারেশন হয়েছে তাঁর। দু’দিন হাসপাতালেই থাকতে হয়েছে তাঁকে। তবে অস্ত্রোপচার সফল হওয়ায় কিছুটা স্বস্তিতে পরিবার। এখন আপাতত ভালো আছে সে।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সে। হাসপাতালের শয্যায় শুয়ে শুয়ে ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে জানিয়েছিল এখন ভালো আছে সে।

এরপরেই বাড়ি যাওয়ার আগে হিয়া আরো একটি ভিডিও পোস্ট করে। সেখানে সে বলে, “এবার অবশেষে বাড়ি যাব। বাড়ি গিয়ে খাব, খিদে পেয়েছে”। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

জানা গিয়েছে, সিস্ট হয়েছিল পটল কুমার গানওয়ালা ওরফে হিয়া দের। বাদ গিয়েছে ১৫ সেন্টিমিটারের এক টিউমর। তার মা জানিয়েছেন, ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়। পরীক্ষা করাতেই ধরা পড়ে।

Back to top button