গসিপ

বলিউডে কাজ পেতে এই জঘন্য কাজ করতে হবে, খুলতে হবে পোশাক! ঠিক কি অভিযোগ করলেন অভিনেত্রী পায়েল

বলিউডে কাজ করতে গেলে পরিচালক প্রযোজকদের শারীরিকভাবে খুশি করতে হয়। এই অভিযোগ বহুবার অভিনেত্রী তুলেছেন। এমনকি নামিদামি পরিচালকদের বিরুদ্ধে মিটু ও অভিযোগও এনেছেন তারা। এভাবে গোটা বম্বে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অভিযোগ করলেন অভিনেত্রী পায়েল ঘোষ।

অভিনেত্রী বলেন, “ভাগ্যিস আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে কেরিয়ার শুরু করেছিলাম। যদি আমার শুরুটা বলিউডে হত, তাহলে সকলে আমার পোশাক খুলে আমাকে পরিবেশন করত, কারণ এখানে পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করে”। নিজের সোশ্যাল মিডিয়ায় এহেন মারাত্মক অভিযোগ করে একটি পোস্ট করেছেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন তিনি। সেই সময় তার সঙ্গে সুর মিলিয়ে ছিলেন কঙ্গনা রানাওয়াত। সেই সময়ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন তিনি।

অভিনেত্রী তখন লিখেছিলেন, “অনুরাগ কাশ্যপ খুব খারাপভাবে, জোর করে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছে। নরেন্দ্র মোদিজি দয়া করে কিছু করুন। লোকে জানতে পারুক শিল্পী সত্ত্বার আড়ালে কোন রাক্ষস লুকিয়ে। জানি আমার ক্ষতি হতে পারে। আমার নিরাপত্তার ঝুঁকি আছে। প্লিজ সাহায্য করুন”।

Back to top button