উন্মুক্ত বক্ষ বিভাজিকা! বালিতে শুয়ে উষ্ণতা ছড়াচ্ছেন পায়েল

অভিনয় করছেন বেশ কিছু বছর ধরে। একই সঙ্গে ছুটিয়ে প্রেম করেছেন বহু। কিন্তু একটি প্রেম ও তার টেকেনি। জনপ্রিয় নায়িকা পায়েল সরকার তাই এখনো সিঙ্গেল। এবার অভিনেত্রী বোল্ড লুকে উষ্ণতা ছড়ালেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, খোলা চুল, হালকা মেকআপে ধরা দিয়েছেন তিনি। পরেছিলেন হলুদ রঙের বিকিনি। সমুদ্রপারের সোনালী বালিতে এলিয়ে দিয়েছেন তার শরীর। ছবিটি যদিও নতুন নয় খানিক পুরনো। ক্যাপশনে লিখেছিলেন ‘থ্রো ব্যাক’।
তবে ছবি দিতেই উড়ে এলো নেতিবাচক মন্তব্য। অশ্রাব্য ভাষায় তাঁকে আক্রমণ করতেও ছাড়ল না নেটিজেনদের একাংশ। অনেকে আবার প্রশংসাও করেছেন অভিনেত্রীকে। অনেকের আবার আক্ষেপ, এই পুরনো পায়েলকেই আবার ফিরে পেতে চান তাঁরা।
দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে অপর এক ভিডিয়ো পোস্ট করেছিলেন পায়েল। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছিল। শুধু ভাইরাল হয়েছিল বললে ভুল বলা হবে। তীব্র বিতর্কও হয়েছিল।
প্রসঙ্গত, ‘যমের রাজা দিল বর’ ছিল তার প্রথম ছবি। এই ছবিতে প্রথম নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। ছবির পরিচালক আবির সেনগুপ্তর সঙ্গে তখনই সম্পর্ক গড়ে ওঠে তার। জড়িয়ে পড়েন প্রেমে। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এরপরেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন নায়িকা।
আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন পায়েল। কিন্তু সেই প্রেম টেকেনি। সেই প্রেমের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি রাজ বা পায়েল, তবে এ ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট।ভালবেসেছেন, কাছে টেনেছেন,কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। কিন্তু কেন এই ঘটনা বারবার ঘটছে তা অবশ্য এখনো রহস্য।