প্রবল অসুস্থ হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরিচালক প্রভাত রায়। বুধবার রাতে অস্ত্রোপচার হয় তাঁর। আগের থেকে খানিকটা ভালো থাকলেও বিপদ পুরোপুরি কাটেনি তাঁর।
কিডনির সমস্যা ছিল বর্ষীয়ান পরিচালকের। কয়েকদিন থেকেই ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিস। কয়েকদিন আগে বাড়ি ফিরলেও আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি পাঠানো হয় হাসপাতালে।
এর আগেও ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনও ডায়লাসিস চলার পর খানিকটা সুস্থ হন তিনি।
এর আগেও একবার উচ্চ রক্তচাপের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। স্ত্রী মারা যাওয়ার পর থেকে একাই থাকতেন এই পরিচালক। আক্ষেপ করে তিনি সেই সময় বলেছিলেন, একসময় এত অভিনেতা অভিনেত্রী কে সুযোগ করে দেওয়ার পরেও কেউই পাশে থাকেনি তার।