সিনেমা

‘বাঘা যতীন’ ছবির জন্য বিশেষ চাহিদা সম্পন্ন খুদেরা গাইল গান! দেবকে প্রশংসায় ভরিয়ে দিল নেটদুনিয়া

আগের চেনা ছকের গণ্ডি পেরিয়ে নিজেকে অনেক পরিণত করেছেন দেব। যেমন নিজের অভিনয় দক্ষতার মান বাড়িয়েছেন ঠিক তেমনি তার প্রযোজিত ছবিও উন্নত হয়েছে অনেক। পুজোয় মুক্তি পাবে দেবের বাঘাযতীন। তার আগেই প্রকাশ পেয়েছে সেই ছবির টিজার। আর এবার মুক্তির পথে ছবির দ্বিতীয় গান। এই গানে রয়েছে বিশেষ চমক।

আগামীকাল ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে বাঘাযতীন ছবির দ্বিতীয় গান ‘বাঘা রে’। এই গানে গলা মিলিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। তারই ক্লিপিং শেয়ার করে প্রশংসা কুড়োলেন অভিনেতা দেব। যাঁদের গানের কয়েক সেকেন্ডের ক্লিপিং শিহরণ জাগিয়ে দিয়ে যায়।

এই ভিডিও ক্লিপিং শেয়ার করে দেব লিখেছেন, “আমরা প্রকাশ করতে চলেছি বাঘা যতীন-এর দ্বিতীয় গান। যে গান নব প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তার বীর গাথার সঙ্গে পরিচয় করাবে”। অভিনেতা তথা প্রযোজকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স।

চলতি বছরেই শুরু হয়েছিল বাঘাযতীন ছবির শুটিং। নিজের রূপ একেবারে বদলে ফেলেছেন অভিনেতা এই ছবিতে। উড়িষ্যার বেশ কিছু জায়গায় এই ছবির শুটিং হয়েছে। ছবির জন্য লুকের পাশাপশি চলন বলন সব কিছুতেই বদল আনতে হয়েছে অভিনেতাকে। টিজারেই দেখা গিয়েছে সেই চমক।

অরিজিৎ সিং সেই টিজার দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দেবকে। টিজার শেয়ার করে গায়ক লিখলেন, “স্বাধীনতার জন্য যিনি নিজের প্রাণ দিয়েছিলেন সেই মহান স্বাধীনতা সংগ্রামীর অজানা কাহিনীর সাক্ষী থাকুন। দেব আর প্রযোজনা সংস্থাকে অনেক ধন্যবাদ ‘বাঘাযতীন’-এর কাহিনি সবার সামনে নিয়ে আসার সাহস দেখানোর জন্য। সবার কাছে আমার আবেদন, দয়া করে এই ছবিকে সাপোর্ট করবেন আর এই ফরগটেন হিরোদের সম্মান জানাবেন”।

আগামী ১৯ অক্টোবর বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবিটি।ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। যেখানে তিনি ক্যাপশনে লিখেছিলেন, “যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘাযতীন”।

Back to top button