দ্বিতীয় বিয়ের বর্ষপূর্তি হতেই প্রথম বিয়ে নিয়ে সরব পিয়া! প্রাক্তন স্বামীকে নিয়ে কী বললেন পরম-পত্নী?

Published on:

বেবী অন দ্যা ওয়ে! সুখবর দিলেন পরম-পিয়া, ঘরে আসছে নতুন অতিথি

সবাইকে চমকে দিয়েই অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাসে ট্রামে চর্চা ছিল তুঙ্গে। সদ্যই তাদের দাম্পত্য জীবনের বয়স হয়েছে এক বছর। বিয়ের বর্ষপূর্তির পর পুরোনো বিয়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পিয়া।

পিয়া বলেন, “মানুষের এটা বোঝা উচিত যে দু’জন মানুষই কোনও না কোনও কারণে যখম হয়েছে। ডিভোর্স বা ব্রেকআপ দুজনের কারও পক্ষেই মেনে নেওয়া খুব একটা সহজ নয়। আর এর আগে আমরা কেউই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলিনি। বা প্রকাশ্যে কিছু বলতে চাইনি। মানুষের এই সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিত। সেই দু’বছরের একটা জার্নি আছে। তার বিষয়ে কিছু না জেনে নিজেদের মতো করে ভেবে নেওয়া যে গত কাল এর সঙ্গে ডিভোর্স হয়েছে আগামীকাল এর সঙ্গে বিয়ে করছি”।

   
 ⁠

বিবাহ বার্ষিকীতে পিয়া তাঁর আর পরমব্রতর একসঙ্গে গান গাওয়ার ভিডিয়ো শেয়ার করে লিখলেন, “আমরা একসঙ্গে রোদ, ঝড়, বৃষ্টি পার করে যাব। দেখতে দেখতে একটা বছর। আরও অসংখ্য বছর একসঙ্গে কাটানোর অপেক্ষায়। কারণ আমাদেরকে একসঙ্গে দেখতে খুব মিষ্টি লাগে… ভালোবাসি তোমায় তাই জানাই গানে গানে। হ্যাপি অ্যানিভার্সারি”।

  
 ⁠

২০১৭ সালে অনুপম রায় এবং পিয়ার বিয়ে হয়। চার বছর সুখেই ছিলেন। কিন্তু ফের ছন্দ পতন। বিচ্ছেদ হয়ে যায় এই দম্পতির। তার দুবছর পর ফের পরমব্রতকে বিয়ে করলেন পিয়া। যদিও শোনা যায় বিচ্ছেদের পর থেকেই পরমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পিয়া।