মেঘার জীবন বদলে দিয়ে কোথায় হারালো পিলু? ফের কবে ফিরবেন অভিনয়ে?

জি বাংলার এক সময়ের জনপ্রিয় মুখ ছিল পিলু। ছোট পর্দায় পা রেখেই দর্শকদের মন জয় করেছিল। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পর তাকে আর টিভির পর্দায় দেখা যায়নি। এরপর আবার দীর্ঘ নয় মাস কাটিয়ে শোনা যাচ্ছে টিভির পর্দায় ধরা দিতে চলেছেন পিলু ওরফে মেঘা দা।
ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে উত্থান হয়েছিল মেঘার। এরপরে সে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলুতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রথম ধারাবাহিকেই দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এই ছোট্ট মেয়েদের অভিনয় মুগ্ধ হয়ে দেখতে দর্শকরা। তবে পিলু শেষ হওয়ার পর থেকে দীর্ঘদিন পর্দায় নেই মেঘা। কবে ফিরবেন তিনি অভিনয়ে? বারবার প্রশ্ন করলেও মেলেনি উত্তর।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, “ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সোজা অভিনয় জগতে আসা এক অন্যরকম অভিজ্ঞতা। পিলু দেখি, আশীর্বাদ করছেন, ভালবাসা দিচ্ছেন, বলছেন ভীষণ ভাল লাগে। কেউ কেউ বলেন তোমার নাচ খুব ভাল লাগে নাচটা ছাড়বে না। নিঃসন্দেহে এটা একটা অন্য অনুভুতি। সকলেই এই প্রতিক্রিয়া পেয়েই, প্রতিদিন আরও ভাল হয়ে উঠতে ইচ্ছে করে।”
টালিগঞ্জের অন্দরমহলের খবর ধারাবাহিকে ফিরছেন মেঘা। জি বাংলার বর্তমান ধারাবাহিক ফুলকিতেই নাকি দেখা যেতে পারে তাঁকে। এদিকে প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখতে পাওয়ার খবরে স্বাভাবিকভাবে খুশি দর্শক মহল।।