ওই চোখাচোখিটা কখনই ভুলব না! কাঞ্চনের থেকে দূরে থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য পিঙ্কির

Published on:

১৪ ঘন্টা শুটিং, সন্তান মানুষ থেকে ঘরকন্যা! সিঙ্গেল মাদারের লড়াই কতটা কঠিন? মুখ খুললেন পিঙ্কি

জীবনের টানাপোড়েনে একমাত্র শক্তি তার ছেলে ওশ। ছেলেকে দেখেই তিনি প্রত্যেকদিন বাঁচার অনুপ্রেরণা পান। বারবার সে কথা জানিয়েছেন কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ।এমনকি বাবার নতুন বিয়ের বিতর্কও অবগত তার। এবার ছেলেকে নিয়ে বিশেষ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতার প্রাক্তন স্ত্রী পিঙ্কি।

পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ শেষে নিজের থেকে অর্ধেক বয়েসী শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাঞ্চনের বিয়ের নানান মুহূর্ত। নতুন বউয়ের সঙ্গে খুনসুটি হোক বা চুমু খাওয়া সব কিছুই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর ছেলের চোখেও পড়েছে সেই সব ভিডিওই।

   
 ⁠

পিঙ্কি বলেন, জীবনে একাধিক ওঠা পড়া লড়াইয়ের মাঝে ওশ তাঁর শক্তি। ওশকে কেন্দ্র করেই তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন। তিনি জানান, ছেলেকে জন্মের পর প্রথম কাছে পাওয়ার মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকবে তার কাছে।

  
 ⁠

পিঙ্কির কথায়, “যন্ত্রণা ছাড়া মা হওয়া যায় না। শুয়ে আছি। হঠাৎ করে দেখছি এটা কাঁথায় মোড়া ছোট্ট একটা কী জিনিস আমার গালের কাছে রাখল বিশ্বাস করুন। আমার মাথাটা ওই দিকে তো, আমার চোখটা সরাসরি চলে যায় ওর চোখে। পুরো চোখাচখি হয়। আমার ছেলে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওই চোখাচোখিটা আমি জীবনে কখনই ভুলব না”।

এর আগেই পিঙ্কি জানিয়েছিলেন, “মিস ও করে না। ওর মনে কোনও প্রতিহিংসেও নেই। ও চায় বাবা নিজের মতো করে খুশি থাক”। সঙ্গে যোগ করেন, বাবার বিয়ের ভিডিয়ো দেখেও কোনও প্রতিক্রিয়া আসেনি ওশের থেকে। এমনকী, তাঁর ছেলের স্কুলের বন্ধুরাও খুব সাপোর্টিভ-সেন্সেটিভ। কেউ কোনওরকম ট্রোল করেনি তাঁর ছেলেকে”।

পিঙ্কির কথায়, “যা হয় ভালোর জন্যই হয়। একজন মা কখনও দুর্বল হয় না। সব পরিস্থিতি সামলাতে পারে তারা। আমার ছেলের বাবার বিয়ে ওর উপর কোনও প্রভাব ফেলবে না”।