কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের প্রেমের গুঞ্জনে সরগরম টেলি পাড়া। গুঞ্জন বললেও ভুল বলা হবে, সর্ব সমক্ষেই এখন মেলামেশা করছেন তাঁরা। কাঞ্চনের বাড়ির পুজোয় দায়িত্ব নিচ্ছেন শ্রীময়ী। আর এদিকে একা নিজের ছেলেকে সামলাচ্ছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
কাজ এবং সংসার একসঙ্গে দুটোই সামলাচ্ছেন তিনি। টানা ১৪ ঘণ্টা শুটিং করছেন। আবার ছেলের দেখাশোনাও করছেন। কিন্তু কিভাবে সহজেই এত কিছু সামলাচ্ছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন তিনি।
পিংকি বলেন, “আমরা ভাবি, বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু আসলে তেমনটা নয়। ওরা সব কিছু বোঝে। আমার ছেলে যদি সহযোগিতা না করত, তা হলে ‘সিঙ্গল মা’ হিসেবে ওকে সামলে কাজ চালিয়ে যেতে পারতাম না। ও জানে, মা শুটিংয়ে রয়েছে, তাই পড়াশোনাটা নিজেকেই করতে হবে। আমরা একসঙ্গে লেকে হাঁটতে যাই, একসঙ্গে আকাশ, তারা দেখি। অনেক সময় যেটা জানি না, সে বিষয়ে ওর থেকে পরামর্শও নিই।”
পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তেমন কোনও কথা বলতে দেখা যায় না অভিনেতাকে। অপরদিকে পিঙ্কিও এই নিয়ে তেমন ভাবে মুখ খোলেননি কখনো। তবে অতীতে একবার কাঞ্চন বলেছিলেন, একমাত্র ছেলেকে দেখতে চান তিনি। তবে পিঙ্কি সেটা কিছুতেই হতে দিচ্ছে না।