বিপজ্জনকভাবে রেল লাইনে রিলস! ভিডিও ভাইরাল হতেই শ্রীঘরে মা-মেয়ে

জনপ্রিয় হওয়ার জন্য মানুষ কি না করে। নিজের জীবনকে বাজি রেখে এমন এমন ভিডিও বানায় যাতে প্রাণের ঝুঁকি থাকে সর্বাত্মকভাবে। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। একইসঙ্গে এই ভিডিও দেখে রেগে আগুন নেটিজেনরাও।
বর্তমানে রিলস বানানোর ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মজার ছলে বিনোদনের জন্য এই রিলস বানিয়ে রাতারাতি ফেমাস হয়ে যাচ্ছেন অনেকে। তবে তাই বলে জনপ্রিয় হওয়ার জন্য স্থান-কাল পাত্রের জ্ঞান থাকবে না তেমনটা হতে পারে না। সাধারণ মানুষের অসুবিধে না করে এবং জীবনের ঝুঁকি না নিয়ে রিলস বানানোটাই কাম্য। কিন্তু এই বিষয়গুলি যখন মানা না হয় তখন পুলিশ প্রশাসনকে ময়দানে নামতেই হয়। আর এই ক্ষেত্রেও ঘটেছে ঠিক তেমনটাই।
ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে, প্রাণের তোয়াক্কা না করে মহিলা রেললাইনে নেমে নাচতে শুরু করেন। মহিলাটি যখন নাচছিলেন, তখন তার মেয়ে তার ভিডিয়ো তৈরি করছিলেন। এমন পরিস্থিতিতে ট্রেন এলে বা কোনও দুর্ঘটনা ঘটলে তার জন্য সরাসরি দায়ী করা হবে রেল প্রশাসনকে। এই ভিডিও ভাইরাল হতেই ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা।
এরপর এই ভিডিও দেখে পুলিশ মা-মেয়ে দুজনকে খুঁজে বের করে তাদের হেফাজতে নেয়। এরপর তাদের দু’জনের বিরুদ্ধে রেল আইন ১৪৫ ও ১৪৭ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। জানা গিয়েছে, আগ্রা ফোর্ট রেল স্টেশনের। ওই মহিলার নাম মীনা সিং।