কী কারণে সইফের উপর হামলা? যা জানালো মুম্বই পুলিশ

Published on:

সইফের নিরাপত্তায় এবার আরও এক অভিনেতা! ব্যক্তিগত ভাবে দেখা করলেন ছোট নবাবের সঙ্গে

সইফ আলি খানের বাড়িতে হামলা নিয়ে তোলপাড় মুম্বই নগরী। কিভাবে অত নিরাপত্তার মাঝেও ছুরির আঘাত করতে সাহস পেল আততায়ীরা তাই নিয়েই উঠছে প্রশ্ন। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন তদন্তকারী অফিসার।

মুম্বই পুলিশ জানান, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকে বচসায় জড়ায় পরিচারিকার সঙ্গে। সইফ গোটা ঘটনা শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন। সেই সমস্যার সমাধান করতে গেলে তখনই তাঁকে ছুরির আঘাত করে ওই দুষ্কৃতী।

   
 ⁠

মুম্বই পুলিশ সূত্রে প্রাথমিক খবরে জানা গেছে, হামলার সময় সাইফ তাঁর স্ত্রী কারিনা কাপুর এবং সন্তানদের সঙ্গে বাড়িতে ছিলেন। সাইফ তাঁদের রক্ষা করতে গিয়েই নাকি ছুরির আঘাতে আহত হন। তাঁকে দ্রুত বান্দ্রার লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে সইফ বিপদমুক্ত।

  
 ⁠

মাঝরাতে হঠাৎই হামলা হয় সইফ আলি খানের বাড়িতে। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সইফ। তার পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার হয়েছে তাঁর।

সেই মুহূর্তে ছেলে ইব্রাহিম আলি খান নিজেদের গাড়ির খোঁজ করলেও একটাও গাড়ি মেলেনি। ড্রাইভারদের ডেকে হাসপাতাল যেতে অনেক সময় লেগে যেত। সেই কারণে বাড়ি থেকে ২ কিমি দূরের হাসপাতালে সে বাবাকে অটো করেই নিয়ে গেল।