একের পর এক পুরোনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত দর্শকদের চাহিদাতেই এই পুরোনো ছবি গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে। আর দর্শকরা ভালওবাসছেন এই ছবি গুলোকে। এবার সেই তালিকাতেই যোগ হল পরদেশ ছবিটি। চলতি বছর ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি।
এই ছবিতে শাহরুখ ও মহিমা চৌধুরী ছাড়াও ছিলেন অপূর্ব অগ্নিহোত্রী,অমরীশ পুরি, অলোক নাথ এবং হিমানি শিবপুরীও। সুভাষ ঘাই এর পরিচালনায় ছবিটি 1997 সালে মুক্তি পায়। প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, “একটি গল্প যা সরাসরি আপনার হৃদয়ে কথা বলে! আইকনিক মাস্টারপিস #Pardes ১৫ নভেম্বর PVR INOX-এ বড় পর্দায় ফিরে আসছে,”।
1997 সালে মুক্তিপ্রাপ্ত, পরদেশ শাহরুখের ক্যারিয়ারের অন্যতম আইকনিক চলচ্চিত্র। ছবিটি সেই সময় বক্স অফিসেও সাফল্য লাভ করে। বছরের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়।
৪৩ তম ফিল্মফেয়ার পুরস্কারে, পারদেস ১২টি বিষয়ে মনোনীত হয়। এর মধ্যে তিনটি জিতেছে, যার মধ্যে রয়েছে সেরা মহিলা আত্মপ্রকাশ – মহিমা, সেরা প্লেব্যাক গায়িকা- অলকা ইয়াগনিক, এবং সেরা চিত্রনাট্য – সুভাষ ঘাই।