খোলা ছাদে প্রেম নিবেদন পটলের! মনের মানুষ কি পেল হিয়া?

পটল কুমার গানওয়ালার কথা মনে আছে আশা করি। সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় এই পটল কুমার ওরফে হিয়া। কিন্তু সে এখন ছবি দিলেই তীব্র নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন হিয়া। সেখানে ভালো কমেন্ট যেমন এসেছে তেমনই নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে।
সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও পোস্ট করেছে সে। সেখানে দেখা যাচ্ছে, এগিয়ে দে গানে ভিডিও বানিয়েছে। ভিডিয়োটি পোস্ট করে পটল লেখেন, এই সিনেমার প্রেমে পাগল। খোলা চুলে সোমলতা আচার্যর কন্ঠে গাওয়া এগিয়ে দে-র রিল ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই ছবির অনেকেই প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘বিউটিফুল হিয়া’ তো কেউ আবার কমেন্ট করেছেন ‘খুব মিষ্টি’। আবার একজন ব্যক্তি লিখেছেন, ‘সেই পটল কুমার আর এই তুমি কদিনের ব্যবধানে কতটা পরিবর্তন, তাই না’?
ইদানিং বোল্ড লুকে একের পর এক ছবি আপলোড করছেন পটল কুমার গানওয়ালা ওরফে হিয়া। সম্প্রতি যা ছবিই হিয়া আপলোড করে তাতেই কটাক্ষের শিকার হতে হয় তাকে। বাচ্চা মেয়ে বলে রেহাই করেনা নেটিজেনরা। আসলে অল্প বয়সে এইরকম পাকা পোজের ছবি দেওয়াতেই তাঁদের আপত্তি। এদিকে দুদিন আগেই একটি কোমর বেকানো ছবি আপলোড করেন হিয়া। কালো ড্রেস পরা ওই ছবি আপলোড করতেই শুরু হল ফের কটাক্ষের ঝড়।
অল্প বয়সে বেশি পেকে গিয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক নেটিজেন। নিন্দে করে নেটিজেনরা লিখেছেন, “বাঁকা পটল”। ছবিটি মিরর সেলফি। অল্প বয়সে অভিনেত্রীর এই বোল্ড ছবি পছন্দ করছেন না দর্শকরা।