লাইফস্টাইল

আজকের স্পেশাল পটল ভাপা রেসিপি, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি

প্রয়োজনীয় উপকরণ: ৫-৬টা পটল, স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে তেল, ১ চা চামচ কালো সর্ষে বাটা, ১ চা চামচ হলুদ সর্ষে বাটা, ১ টেবিল চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, ৪ টেবিল চামচ দুধ নিয়ে নিন।

প্রস্তুত প্রনালী: প্রথমে পটলের খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে দুই টুকরো করে নেবেন। তারপর জলে ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নেবেন। এবার নুন, হলুদ মাখিয়ে পটলগুলো ভেজে নিন। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য জল ও নুন দিয়ে একসঙ্গে বেটে নিন।

এবার যে টিফিন বাক্সে ভাপা বসাবেন, সেই পাত্রে বেটে রাখা মশলা পুরোটা ঢেলে দিন। বাটা মশলার জলটাও এতে দিয়ে দেবেন। এই মশলার মধ্যেই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল ও দুধ দিয়ে মিশিয়ে দিন ভাল ভাবে। এবার ভাপার মশলার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিন।

এবার এর সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। এবার ঢাকনা আটকে দিন ভাল করে। তারপর একটি কড়াইতে এক গ্লাস মতো জল ফুটতে দিন। ফুটন্ত জলে টিফিন বাক্স বসিয়ে দিন ভাপানোর জন্য। তবে খেয়াল রাখবেন জল যেন টিফিন বাক্সের অর্ধেকের ওপরে না ওঠে।

কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে ১০-১৫ মিনিট মতো ভাপিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করে রেখে দিন। খাওয়ার আগে বাক্সের ঢাকনা খুলে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পটল ভাপা।

Back to top button