আর ছোট নেই, এখন টিনেজার! এক লহমায় কত্ত বড় হয়ে গেল পটল-ভুতু

একসময় টিভির ছোটপর্দায় দর্শকদের ধরে রাখত ভুতু, পটল কুমার গানওয়ালা। তাদের সারল্য এবং অভিনয় দেখে টিভির সামনে থেকে সরতেই পারতেন না দর্শকরা। তবে সময়ের নিয়মে শেষ হয়েছে এই দুই সিরিয়াল। আর এই দুই সিরিয়ালের দুই মুখ্য চরিত্রও একলাফে বড় হয়ে গিয়েছে অনেকটাই।
সেই ছোট্ট ভুতু আর পটল এখন আর ছোটটি নেই। তারা এখন রীতিমতো টিনেজার। ভুতুর চরিত্রে অভিনয় করা আরশিয়া এবং পটলের চরিত্রে অভিনয় করা হিয়া এখন রীতিমতো লেডি হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় তাদের সেলফি অন্তত তেমনটাই জানান দিচ্ছে। তবে এই নিয়ে এই দুই অভিনেত্রীকে কটাক্ষের শিকারও হতে হয়। অনেকেই তাদের প্রশংসা করলেও অনেকেই আবার সমালোচনাও করেন।
২০১৫ সালে স্টার জলসায় শুরু হয়েছিল ‘পটল কুমার গানওয়ালা’। ছোট্ট পটলের চরিত্রে টেলিভিশনের দর্শকদের মন জয় করে নিয়ে হিয়া দে। টিআরপি তালিকায় সেরার স্থান বেশ কিছুদিন ধরে রেখেছিলেন সেই সিরিয়াল। ২০১৭ সালে সিরিয়ালের শেষ এপিসোড সম্প্রচারিত হওয়ার পরও হিয়ার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
ইনস্টাগ্রামে হিয়ার সঙ্গে একটি ছবি দিয়ে আরশিয়া লিখেছে, “সেই ২০১৫ সাল থেকে আমরা সেলফি ক্যুইন”।দুই চ্যানেলের দুই ধারাবাহিকের যতই টিআরপির লড়াই থাক বাস্তবে কিন্তু হিয়া ও আরশিয়া বেশ সখ্যতা। তা এই ছবি দেখলেই বোঝা যায়।