পৌষালীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ! কী ঘটেছিল সেদিন রেকর্ডিংয়ের পর?

Published on:

পৌষালীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ! কী ঘটেছিল সেদিন রেকর্ডিংয়ের পর?

খ্যাতি আকাশ ছোঁয়া হলেও পা এখনও সেই মাটিতেই রয়েছে অরিজিৎ সিংয়ের। অত্যন্ত সাদামাটা জীবন যাপন এই মানুষটার মূল ইউএসপি। তার সাধারণ জীবন কাটানোর অভ্যাসই তাঁকে অসাধারণ করে তুলেছে সকলের কাছে। এবার এই গায়ক নিজের ছেলেদের শান্তিনিকতনের পড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন।

একবার তাঁর সঙ্গে দেখা করেছিলেন গায়িকা পৌষালী ব্যানার্জী।শান্তিনিকেতনের মেয়ে পৌষালী। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। তাই ছেলেদের পড়ার বিষয়ে তাঁর থেকেই খোঁজ খবর নিলেন অরিজিৎ।

   
 ⁠

গায়কের সন্তানরা পড়েন জিয়াগঞ্জের এক বেসরকারি স্কুলে। সেই স্কুলের বাইরে আর পাঁচজন বাবার মতো সন্তানদের অপেক্ষায় বহুবার দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অরিজিৎকে। এই বিষয়ে খোঁজ খবর নিতেও শুরু করেছেন তিনি।

  
 ⁠

এদিকে প্রিয় গায়কের সঙ্গে দেখা করতে পেরে মুগ্ধ পৌষালীও। তিনি জানান, মাত্র ১০ মিনিটের জন্য দেখা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা ১০ মিনিটে সীমাবদ্ধ ছিল না। কথা বলতে-বলতে কখন ৪০ মিনিট তিনি কাটিয়ে ফেলেছেন তা বোঝাই যায়নি। এমনকি ১০ মিনিট অপেক্ষা করানোর জন্য নাকি ক্ষমাও চেয়েছিলেন অরিজিৎ।

অরিজিৎ তাঁকে জানান, “ছেলেদের ভবিষ্যতে শান্তিনিকেতনে পড়ানোর ইচ্ছে রয়েছে। শান্তিনিকেতন কি খুব ভালো? ভবিষ্যতে ছেলেদের ওখানে ভর্তি করতে চাইলে সাহায্য করবে?” প্রিয় গায়কের এই প্রশ্নে কার্যত মুগ্ধ অনুরাগী। তিনি বলেন, “নিশ্চয়, ওটা তো আমার জায়গা, সবরকম সাহায্য করব”।