দেবশ্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর অপর্ণা ঠাকুরতাকে বিয়ে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাদের একটি কন্যা সন্তান হয়। তার নামই প্রেরণা।
অভিনয় জগতের সঙ্গে কোনও যোগ ছিল না অপর্ণার। ভালোবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। এরপর অপর্ণা দেবীর সঙ্গে ২০০২ সালে ভাঙন ধরে। মাত্র পাঁচ বছরের সংসার ছিল তাঁদের। প্রেরণার বয়স তখন মাত্র এক বছর।
জানা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। পরকীয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি।এরপর ডিভোর্স হয়ে গেলে মেয়েকে নিয়ে বিদেশে চলে যান তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি তিনি।
বিদেশে মায়ের কাছে বেড়ে উঠেছে প্রেরণা। রূপে গুণে যে কোন অভিনেত্রীকেই টেক্কা দিতে পারবেন তিনি। আদ্যপ্যান্ত ফ্যাশানিস্তা হলেও হিরোইন হতে চাননি প্রেরণা। তাই লাইম লাইট থেকে বহু দূরে তিনি।এখন তিনি থাকেন লন্ডনে। ওকালতি নিয়ে পড়াশোনা করেন। মাকে নিয়ে নিজের জগতে ভালোই আছেন প্রেরণা।