হাতে লাটাই, নজর আকাশের দিকে! বিশ্বকর্মা পুজো কেমন কাটলো জয়া, অনির্বাণ, সৃজিত, প্রসেনজিতের?

সেলিব্রেটি তো কি হয়েছে বিশ্বকর্মা পূজায় ঘুড়ি ওড়াবেন না তাই কখনো হয়। তাই বিশ্বকর্মা পুজোর দিন লাটাই হাতে ঘুড়ি ওড়াতে লেগে পড়লো দশম অবতারের চার অবতার। সোমবার এক অভিজাত হোটেলের ছাদে ঘুড়ি উড়াতে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান এবং অনির্বাণ ভট্টাচার্যকে।
পুজোতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দশম অবতার। সেখানে একগুচ্ছ তারকাদের দেখা যাবে একই সঙ্গে। এবার সেই দশম অবতারের মধ্যে থেকেই চার অবতার কে দেখা গেল একসঙ্গে ঘুড়ি ওড়াতে। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ সেই ভিডিওটি পোস্ট করে লিখলেন, ‘আরও একবার সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আশা করি দিনটা সকলের খুব ভাল কাটছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, নানা রঙের ঘুড়ি ওড়ানোর চেষ্টা করলেন বুম্বাদা। কখনও জয়া ধরলেন লাটাই, কখনও আবার পরিচালক নিজেই। জমজমাট ঘুড়ি-আড্ডার ছবি শেয়ার করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।
পুজোতে রিলিজ করছে সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। এই ছবিতে দেখা যাবে, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যদের। ইতিমধ্যেই টুকরো টুকরো ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সেই ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা বড়পর্দার চমকের জন্য মুখিয়ে রয়েছেন।