কেন তৈরি হচ্ছে না আরও একটা প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি? চিত্রনাট্যের অভাব নাকি সম্পর্কের সমীকরণে গাফিলতি?

Published on:

কেন তৈরি হচ্ছে না আরও একটা প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি? চিত্রনাট্যের অভাব নাকি সম্পর্কের সমীকরণে গাফিলতি?

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি বাংলা ছবির পর্দা কাঁপিয়ে আসছে যুগ যুগ ধরে। কিন্তু একটা সময় পর থেকে আর তাদের জুটি বাঁধতে দেখা যায়নি। তবে বহু বছর পর এসে আবার অযোগ্য সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।

এদিকে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি ভেঙে যাওয়ায় কি কোথাও গিয়ে শূন্যতায় ডুবে গিয়েছিলেন অভিনেত্রী? ঋতুপর্ণা সেনগুপ্ত অবশ্য তার জবাব দিয়েছেন। তিনি বলেন, ” না, সেভাবে নয়, তবে সংগ্রামটা ছিল। ঋতুপর্ণার কথায়, সংগ্রাম আগেও ছিল, এখনও রয়েছে। তবে একসঙ্গে কাজ করার সংগ্রামের সংজ্ঞাটা একটু অন্যছিল। তখন একসঙ্গে প্রচুর ছবি করা। সকাল থেকে রাত হয়ে, কখন যে ভোর হয়ে যেত বুঝতেই পারতাম না। সেখানে কোনও মেকআপ ভ্যান নেই…। আজ সময়টা অনেক পাল্টে গিয়েছে”।

   
 ⁠

এদিকে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির পর আর তেমন কোনও জুটি সেভাবে মানুষের মনে দাগ কাটতে পারেনি। এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেও প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, সুযোগ সুবিধে সবই তো আছে। ভাল কাজ হচ্ছে, বেশ কয়েকজন জুটিতেই কাজ পাচ্ছেন, তবে কেন তৈরি হচ্ছে না আরও একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত?

  
 ⁠

তাঁর কথায়, কোথাও গিয়ে যেন আত্মরিকতার অভাব। হৃদয়টা থাকছে না। প্রচুর পরিশ্রমের ফল এই জুটি। প্রচুর মানুষের ভালবাসা আছে। প্রচুর মানুষের আশীর্বাদ রয়েছে। প্রচুর মানুষকে এই জুটি প্রেক্ষাগৃহে নিয়ে গিয়েছে। দর্শকদের দেখেছি তো, তাঁরা কাঁদছেন, হাত দিয়ে ছোঁয়ার জন্য ডাকছেন। এটা রাতারাতি তৈরি হতে পারে না। সেখানে তো আমাদেরও ১০০ শতাংশ কমিটমেন্ট রয়েছে কাজের প্রতি।