সফর শেষ ৮৩-তেই! প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

Published on:

সফর শেষ ৮৩-তেই! প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

৮৩ বছরে থামল যাত্রা। প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএম হাসপতালে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন অসুস্থ ছিলেন শিল্পী।

অবিভক্ত বাংলার বরিশালে ১৯৪২ সালের ২৫ জুন জন্ম গ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের পরে থাকতে শুরু করে চুঁচুড়ায়। বাংলা আধুনিক গান থেকে জাপানি গান, আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন। সৃষ্টি করেছেন একের পর এক গান।

   
 ⁠

জানুয়ারির প্রথম দিক থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় হাসপাতালে।সেই সময় তাঁর নাক দিয়ে আচমকাই রক্তক্ষরণ হয়েছিল। অতিরিক্ত সংক্রমণে প্রভাব পড়ে কিডনি, ফুসফুসে। সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। মুখ্যমন্ত্রীও তাঁকে দেখতে যান হাসপাতালে।

  
 ⁠

শিল্পীর ‘বাংলার গান গাই’ গানটি আজীবন অমলিন থেকে যাবে প্রতিটি বাঙালির মনে। তাঁর জীবনের প্রথম অ্যালবাম ‘পাথরে পাথরে নাচে আগুন’।শেষ অ্যালবাম ‘ভোর’ (২০২২)।নিজের গানে বাদ্যযন্ত্র ব্যবহার কখনওই পছন্দ করতেন না তিনি। হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের ‘আমি বাংলায় গান গাই’ শোনাতেন তিনি।