আদিপুরুষের বিতর্ক ঝেড়ে শিব রূপে প্রভাস! এবার স্বল্প বাজেটের ছবি নিয়ে আসছেন দক্ষিণী সুপারস্টার

আদিপুরুষ ছবিতে অভিনয় করে ব্যাপক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা প্রভাস। সেই ছবিতে রামের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার এই দক্ষিণী সুপারস্টারকে দেখা যাবে শিবের ভূমিকায়। অন্তত জল্পনা এমনটাই।
বিষ্ণু মাঞ্চুর এক টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। গত মাসে পরিচালক মুকেশ কুমার সিংয়ের ম্যাগনাম অপাস ‘কান্নাপ্পা’ ছবিতে কাজ শুরু করার কথা জানিয়েছিলেন বিষ্ণু। এবার টুইট শেয়ার করে খবরে সিলমোহর বসিয়েছেন খোদ বিষ্ণু মাঞ্চু। লিখলেন, “হর হর মহাদেব।”
জানা গিয়েছে, ‘কান্নাপ্পা’ ছবিতেই গুরুত্বপূর্ণ এক চরিত্রের জন্য সই করেছেন প্রভাস। তবে এই ছবি স্বল্প বাজেটের বলেও জানা গিয়েছে। বাজেট বেশি না হলে তাহলে এই প্রথম স্বল্প বাজেটের ছবি করবেন তিনি। এদিকে বিষ্ণুর ওই টুইট থেকেই জল্পনা শুরু হয়েছে যে প্রভাসকে সম্ভবত ‘কান্নাপ্পা’ ছবিতে মহাদেবের ভূমিকায় দেখা যেতে পারে।
এখন সময় টা ভালো যাচ্ছে না প্রভাসের। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে তাঁর। কালকি ২৮৯৮ এডি’র ফার্স্টলুকেও ভয়ানক ট্রোল করা হয়েছে তাকে। আর আদিপুরুষ তো সুপার ডুপার ফ্লপ হয়েছে। সেই নিয়ে বিভিন্ন ভাবে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি।