গর্ভবতীকালীন অবস্থাতেই হার্ট অ্যাটাক অভিনেত্রীর! মায়ের মৃত্যুর পরেও গর্ভস্থ সন্তানের প্রাণ বাঁচাল চিকিৎসক

ফের দুঃসংবাদ বিনোদন জগতে। ৮ মাসের গর্ভবতী কালীন অবস্থায় মৃত্যু হল অভিনেত্রীর। যদিও চিকিৎসকের তৎপরতায় বাঁচানো গিয়েছে গর্ভস্থ সন্তানকে। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ডক্টর প্রিয়া। তিনি আট মাসের অন্তঃসত্ত্ব ছিলেন। নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি। গর্ভাবস্থায় প্রতিনিয়ত চিকিৎসকদের পরামর্শ মতোই চলতেন প্রিয়া।
বহু চেষ্টা করেও অভিনেত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। তবে জানা গিয়েছে, তার গর্ভস্থ শিশুকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর সন্তান রয়েছেন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে।অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রিয়ার মৃত্যুর খবর৷
প্রিয়ার স্বামী ও মায়ের প্রতি সমবেদনা জানিয়ে অভিনেতা কিশোর সত্য জানিয়েছেন, “আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়লম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তাঁর নবজাতক সন্তান আইসিইউ-তে রয়েছে”।