হাসপাতালে চিকিৎসাধীন জগদ্ধাত্রীর সাংভি! অস্ত্রপচারের পর কেমন আছেন অভিনেত্রী?

হঠাৎ একদিন হাসপাতালে পোশাক পড়ে হাতে চ্যানেল করা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন জগদ্ধাত্রীর সাংভি ওরফে প্রেরণা ভট্টাচার্য। এরপরেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে হঠাৎ কি হলো তার। সকলে সমাজ মাধ্যমে তাকে জিজ্ঞেস করতে থাকেন তার কি হয়েছে। এ দিন সে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় আবারো একটি ছবি আপলোড করে তিনি জানান, তার গলব্লাডারে স্টোন হয়েছিল। তবে অস্ত্রপচারের পর তিনি ভালো রয়েছেন।কিছু সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তাঁর পরামর্শে আল্ট্রাসোনোগ্রাফি করলে গলব্লাডারে স্টোন ধরা পড়ে। দেরি না করে অপারেশন করিয়ে নেন।
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, “আমার গলব্লাডারের একটা একটা অপারেশন হল। সফল অস্ত্রোপচারের পর এখন অনেকটা ভালো আছি। সকলকে অনেক ধন্যবাদ। আমার প্রতি সকলের এত ভালোবাসা, যত্নবান হতে দেখে আমি অভিভূত। এখন আপাতত দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক”।
নিজের মা বাবার পাশাপাশি জগদ্ধাত্রী ধারাবাহিকের পরিচালক স্নেহাশিস চক্রবর্তী এবং তার স্ত্রী রূপসা চক্রবর্তীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “স্নেহাশিষ চক্রবর্তী দাদা আর বউদি রূপসা চক্রবর্তী আমার প্রতিটি মুহূর্তের খবর নিয়েছেন। সেই সঙ্গে আমাকে সাহস জুগিয়েছেন। আমার মাথার ওপর তাঁদের আশীর্বাদের হাত সবসময় ছিল। তোমাদের দুজনকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা”।
একইসঙ্গে হাসপাতালের চিকিৎসক নার্স, বন্ধু-বান্ধব এবং অনুরাগী সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁদের উদ্দেশ্যে অভিনেত্রীর সংযোজন, “আমার সঙ্গে সবসময় ফোন কল আর ভিডিয়ো কলে কথা বলেছে। মেসেজ করেছে। দূরে থেকও পাশে থাকার অনুভূতি দিয়ে গিয়েছে। যাঁরা আমাকে চাপমুক্ত হতে সাহায্য করেছে তাঁদেরকে অনেক আদর”।