বর্ষা এলেই সাপের উপদ্রব? এই কটা জিনিষ রাখুন বাড়িতে, ধারে কাছে ঘেঁষবে না সাপ

Avatar

Published on:

বর্ষা এলেই সাপের উপদ্রব? এই কটা জিনিষ রাখুন বাড়িতে, ধারে কাছে ঘেঁষবে না সাপ

বর্ষাকালে চারিদিকে সাপের উপদ্রব দেখা যায়। ভগবান হিসেবে পুজো করার কারণে সাপকে যেমন মারা যায় না ঠিক তেমনি তাড়াতে গেলেও বেগ পেতে হয়। এদিকে সাপ দেখলে ভয়েও প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে ওঠে। তাহলে উপায় কী? বেশ কিছু টিপস অবলম্বন করলেই বাড়ির ধারে কাছে সাপ আসবে না

সাপের ক্ষতি না করলে সে কখনোই মানুষের ক্ষতি করে না। সাপ বেশ কিছু জিনিসের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। সেগুলি যদি হাতের কাছেই থাকে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

   
 ⁠

বর্ষার আগে থেকেই হাতের কাছে রাখুন বিশেষ গন্ধ যুক্ত জিনিস, যেগুলির গন্ধ পেলেই বাপ বাপ বলে পালাবে বিষধর সাপ। বিশেষ করে যাঁদের বাড়ির পাশে ঝোপঝাড়, জঙ্গল, পুকুর রয়েছে তারা এই জিনিসগুলোকে একেবারেই হাতের কাছে রাখুন।

  
 ⁠

জানলে অবাক হবেন রসুন এবং পেঁয়াজের গন্ধ সাপ সহ্য করতে পারে না। তাই বাড়িতে সব সময় রসুন পেঁয়াজ রাখুন। এর গন্ধে সাপ ধারে কাছে ঘেষবে না। এছাড়া পুদিনা ও তুলসী পাতা থেকে নির্গত গন্ধও সাপ সহ্য করতে পারে না। এছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে ।