অশান্ত মুহূর্তে শান্তির জায়গা খুঁজে পেলেন প্রীতি-রাহুল! প্রকাশ্যে আনলেন সদ্যজাতের ছবি

Avatar

Published on:

অশান্ত মুহূর্তে শান্তির জায়গা খুঁজে পেলেন প্রীতি-রাহুল! প্রকাশ্যে আনলেন সদ্যজাতের ছবি

সম্প্রতি দুই থেকে তিন হয়েছেন প্রীতি বিশ্বাস এবং অভিনেতা রাহুল মজুমদার। আগস্ট মাসেই ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। তবে অনুরাগীদের প্রশ্ন কবে শিশু কন্যাকে সবার সামনে আনবেন তারকা দম্পতি। কিন্তু এখনই প্রকাশ্যে মেয়েকে আনতে নারাজ তাঁরা। তবে দুধের সাধ খানিকটা ঘোলে মেটালেন তাঁরা।

তারকা জুটির মেয়ের এক ঝলক প্রকাশ্যে এসেছে। গণেশ পুজোর এক দিন আগে এমনই এক মিষ্টি ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাতের দুটি হাতের ছবি। সেই হাত ধরে রয়েছেন বাবা রাহুল। ক্যাপশনে লেখা, ‘শান্তি’।

   
 ⁠

আপাতত মেয়েকে পেয়ে বেজায় খুশি তিনি। ঝোড়ো সময়ে মেয়ে হয়েছে। একমুহূর্ত তাকে কাছছাড়া করতে নারাজ বাবা-মা।এই অশান্ত পরিস্থিতিতে মেয়েই এখন তাঁদের শান্তির জায়গা। রাহুলের কথায়,”এখনও পর্যন্ত ঠিক করিনি ভাল নাম কী হবে। আমি কিটি বলে ডাকছি। আগামী দুই একদিনের মধ্যেই কিছু একটা ভাবব”।

  
 ⁠

বলিউডে রণবীর-আলিয়া থেকে বিরাট-অনুষ্কারা কেউই সেভাবে প্রকাশ্যে আনেননি নিজেদের সন্তানের ছবি। প্রথম দিকে গৌরব- ঋদ্ধিমা, জিৎ, অনীক কেউই নিজেদের সদ্যজাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলেও পরে ছবি দিয়েছেন তাঁরা। রাজ-শুভশ্রী মত প্রীতি-রাহুলও সে পথে হাঁটলেন না।