বিনোদন

চুটিয়ে মজা পুজোয়! মেলায় প্রকাশ্যেই ছেলেকে নিয়ে দেদার আইস্ক্রিম ঝালমুড়ি খেলেন প্রিয়াঙ্কা

তারকা বলে কি মেলায় ঘোরার ইচ্ছে থাকতে পারে না। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় হয় না সব সময়। বাধ সাধে জনপ্রিয়তা। প্রকাশ্যে বেরোলেই অনুরাগীদের ছেকে ধরা যেন মুক্তভাবে ঘোরায় খানিকটা বাধার সৃষ্টি করে। কিন্তু এবার সেই সবকিছুকে দূরে সরিয়ে রেখে ছেলে সহজকে নিয়ে দুর্গাপুজোয় মেলায় গিয়ে চুটিয়ে মজা করলেন প্রিয়াঙ্কা সরকার। আর সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

ছেলে সহজ বায়না করেছিল পুজোর সময় মেলায় যাবে। আর ছেলের সেই আবদার রাখতেই মাস্ক পড়ে ছেলেকে নিয়ে মেলায় গিয়ে ঠুকিয়ে মজা করলেন অভিনেত্রী। ফুচকা, আইসক্রিম থেকে ঝাল মুড়ি বাদ গেল না কিছুই। এমনকি নাগরদোলাতেও চাপলেন মা ছেলে। তবে এত কিছুর মাঝে মাস্ক পড়ে গেলেও অনুরাগীদের চোখকে কিছুতেই ধুলো দিতে পারলেন না তারা। বেশ কিছু ভক্ত চিনে ফেলেছে তাকে। তবে তাদের কেউ নিরাশ করেননি অভিনেত্রী। তাদের সঙ্গে সেলফি তোলার আবদার মিটিয়েছেন তিনি।

সপ্তমীর সন্ধ্যায় ছেলেকে নিয়ে মেলায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন নবমীতে। ক্যাপশনে লিখেছেন, “সপ্তমীর সন্ধ্যে”। অভিনেত্রীর পরনে ছিল সবুজ রঙের সালোয়ার, গোলাপি রঙের দোপাট্টা। অপরদিকে সহজকে দেখা গেছে সাদা রঙের গেঞ্জির সঙ্গে জিন্স প্যান্ট পড়ে। ভিডিও দেখেই বোঝা গিয়েছে মেলায় গিয়ে চুটিয়ে মজা করেছেন মা ও ছেলে।

বিচ্ছেদের পর আবার মূলত ছেলে সহজের জন্যই কাছাকাছি এসেছেন রাহুল প্রিয়াঙ্কা। বিচ্ছেদ, পুনর্মিলন সব কিছুর মাঝেই ফের একবার সহজ হয়েছে রাহুল প্রিয়াঙ্কার সম্পর্ক। অনেকদিন থেকেই তারা একসঙ্গে থাকেন। তবে রাহুল বেশির ভাগ সময়টা কাটান মায়ের সঙ্গেই। আর এদিকে প্রিয়াঙ্কাও নিজের বাবা-মা ও সহজের সঙ্গে থাকেন। তবে খুব শিগগির প্রিয়াঙ্কার আবাসনে ফ্ল্যাট কিনবেন রাহুল।

Back to top button