বিদেশে থেকেও দেশী সংস্কৃতি ভোলেননি পিগি চপস! মেয়েকে শেখালেন রুটি বেলা

Published on:

বিদেশে থেকেও দেশী সংস্কৃতি ভোলেননি পিগি চপস! মেয়েকে শেখালেন রুটি বেলা

প্রিয়াঙ্কা চোপড়া দেশ ছেড়ে বিদেশে গিয়ে জমিয়ে সংসার করছেন। তবে দেশীয় রীতিনীতি কিছুই ভোলেননি তিনি। বরং নিজের মেয়েকে বিদেশে থেকেও দেশের আদব কায়দা শেখাচ্ছেন তিনি। সেই প্রমাণ মিলল আরও একবার।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


মেয়ে মালতীকে রুটি বেলতে শেখাচ্ছেন মা প্রিয়াঙ্কা। ছোট্ট মিষ্টি নরম হাতে বেলুনি ধরে রুটি বেলার চেষ্টা করছে মালতী। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই। মালতী নাকি মটর পনির ও বিরিয়ানি খেতে খুব ভালবাসে। ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের সেই মেনুতে রয়েছে ঢ্যাঁড়শের তরকারি আর রুটি।

   
 ⁠

বিদেশে থাকলেও যে তিনি দেশীয় খাবার মিস করেন সেই কথা বারবার জানিয়েছেন অভিনেত্রী। ঈদের সময় প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি বাড়ির দুটি খাবার খুব মিস করেন। সেটি হল বাড়ির শির কুরমা আর বিরিয়ানি।

  
 ⁠

ইতিমধ্যেই দেশে এসে ফারহান আখতারের সঙ্গে দেখা করেছেন পিগি চপস। সূত্রের খবর, ফারহানের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি। জানা যাচ্ছে, পরিচালকের বহু প্রতীক্ষিত ছবি জি লে জারা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।

জিন্দেগি না মিলেগি দুবারা-র মত স্টাইলেই তিন মহিলা বন্ধুর রোড ট্রিপের গল্প নিয়ে ভাবা হয়েছে জি লে জারা ছবিটি। এরজন্য বাছাই করা হয়েছিল প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়াকে। তিন অভিনেত্রীই প্রাথমিক ভাবে রাজি হয়ে গিয়েছিলেন।