প্রিয়াঙ্কা চোপড়া দেশ ছেড়ে বিদেশে গিয়ে জমিয়ে সংসার করছেন। তবে দেশীয় রীতিনীতি কিছুই ভোলেননি তিনি। বরং এই বিশেষ দিনগুলোতে বেশি করে তিনি মিস করেন দেশকে নিজের পরিবারকে।
অভিনেত্রী তাঁর শ্বশুর বাড়ি থেকে পোস্ট করে ভক্তদের ইদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। একই সঙ্গে এই উপলক্ষে তিনি দুটি খাবার খুব মিস করছেন। জানিয়েছে, বাড়ির শির কুরমা আর বিরিয়ানি খুব মিস করছেন তিনি।
ইতিমধ্যেই দেশে এসে ফারহান আখতারের সঙ্গে দেখা করেছেন পিগি চপস। সূত্রের খবর, ফারহানের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি। জানা যাচ্ছে, পরিচালকের বহু প্রতীক্ষিত ছবি জি লে জারা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।
জিন্দেগি না মিলেগি দুবারা-র মত স্টাইলেই তিন মহিলা বন্ধুর রোড ট্রিপের গল্প নিয়ে ভাবা হয়েছে জি লে জারা ছবিটি। এরজন্য বাছাই করা হয়েছিল প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়াকে। তিন অভিনেত্রীই প্রাথমিক ভাবে রাজি হয়ে গিয়েছিলেন।
তবে সব ঠিক থাকলেও মাঝে ফের তাল কাটে। মেয়েকে দেখাশোনার সমস্যার জন্য আমেরিকা থেকে এসে শুটিং করা সম্ভব নয় বলে জানান প্রিয়াঙ্কা। এরপর একে একে পিছু হটেন আলিয়া, ক্যাটরিনারাও। থমকে যায় ছবির পরিকল্পনা। তবে জানা যায়, ফারহানের সঙ্গে আলোচনায় এই ছবি করতে ফের রাজি হয়েছেন প্রিয়াঙ্কা। এমনকি আলিয়া, ক্যাটরিনাকেও তিনি রাজি করাবেন বলে দায়িত্ব নিয়েছেন।