প্রিয়াঙ্কা চোপড়া দেশ ছেড়ে বিদেশে গিয়ে জমিয়ে সংসার করছেন। তবে দেশীয় রীতিনীতি কিছুই ভোলেননি তিনি। বরং এই বিশেষ দিনগুলোতে বেশি করে তিনি মিস করেন দেশকে নিজের পরিবারকে। কিন্তু তা হলেও কাজের প্রতি বেশি মনোনিবেশ করতে পছন্দ করেন অভিনেত্রী। এতে যদি পরিবারকে খানিকটা সময় কম দেওয়া যায় তাতেও আক্ষেপ নেই তাঁর।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠেন তিনি। এর পর টানা ১২ ঘণ্টা কাজ করেন। বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করেন। কিন্তু কখনওই কাজের মাঝে পারিবারিক আবেগ ও অনুভূতি স্থান পায়নি।
অভিনেত্রী আরও জানান, “প্রত্যেকের মতো আমারও খারাপ দিন আসে জীবনে। কিন্তু আমি নিজেকে মনে করাই, আমার যা আছে সেগুলি অর্জন করা সত্যিই বড় ব্যাপার। নিজের কাজ নিয়ে আক্ষেপ করা বন্ধ করে দিই। আমি আমার অনুভূতিগুলো একেবারে সরিয়ে রাখি। বাড়ি ফেরার পরে নিজের অনুভূতির বিষয়ে চিন্তাভাবনা করি”।
ইতিমধ্যেই দেশে এসে ফারহান আখতারের সঙ্গে দেখা করেছেন পিগি চপস। সূত্রের খবর, ফারহানের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি। জানা যাচ্ছে, পরিচালকের বহু প্রতীক্ষিত ছবি জি লে জারা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।
জিন্দেগি না মিলেগি দুবারা-র মত স্টাইলেই তিন মহিলা বন্ধুর রোড ট্রিপের গল্প নিয়ে ভাবা হয়েছে জি লে জারা ছবিটি। এরজন্য বাছাই করা হয়েছিল প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়াকে। তিন অভিনেত্রীই প্রাথমিক ভাবে রাজি হয়ে গিয়েছিলেন।