করণের অস্বস্তিকর প্রশ্নে বিপাকে দীপিকা! পাশে দাঁড়িয়ে প্রতিবাদ প্রিয়াঙ্কার

Avatar

Published on:

করণের অস্বস্তিকর প্রশ্নে বিপাকে দীপিকা! পাশে দাঁড়িয়ে প্রতিবাদ প্রিয়াঙ্কার

ছয় বছরের সাংসারিক জীবন। তার আগেও ৬ বছরের প্রেম। প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন একসঙ্গে বলিউডের অন্যতম সুপারহিট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পরিবারে নতুন অতিথির অপেক্ষায় এই তারকা দম্পতি। একবার এমন এক প্রশ্নের মুখে পড়েছিলেন দীপিকা তখন প্রিয়াঙ্কা চোপড়া তাঁকে সেই পরিস্থিতিতে বাঁচিয়েছিলেন।

কফি উইথ করণ শোতে এসেছিলেন দীপিকা। সেখানেই করণ তাকে প্রশ্ন করেন, দীপিকা রণবীরের সঙ্গে ডেট করছেন কিনা। এই প্রশ্ন শুনে চুপ থাকেন দীপিকা। কোনও জবাব দেননি তিনি। এই বিষয়ে, তিনি কেবল হেসেছিলেন এবং বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন।

   
 ⁠

তখন প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আজকাল মানুষ তাদের সম্পর্ক গোপন রাখতে পছন্দ করে। প্রিয়াঙ্কা বলেন, “কিছু লোক তাদের সম্পর্ক গোপন রাখতে পছন্দ করে। কারণ কিছু মানুষ ডিনার টেবিলে কথোপকথন বাইরে হোক চায় না।”

  
 ⁠

প্রিয়াঙ্কা আরও বলেন, “যদি সেলিব্রিটিদের জীবনের ৯০ শতাংশ জনসাধারণের জন্য হয়, তবে এর ১০ শতাংশ তাদের নিজের হওয়া উচিত।”

বলিউডের আইডিয়াল জুটিগুলির মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর জুটি। রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বেশ খানিকটা মুষড়ে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তখনই তার জীবনে আসেন রণবীর সিং। এরপরই ভীষণভাবে রঙিন হয়ে ওঠে তাদের সম্পর্ক। ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।