‘দিদি নম্বর ওয়ান’- এ সকলের প্রিয় মহুয়া দি.. কীভাবে শুরু প্রবাসে ঘরকন্না? শোনালেন নিজের জীবনের গল্প

Published on:

'দিদি নম্বর ওয়ান'- এ সকলের প্রিয় মহুয়া দি.. কীভাবে শুরু প্রবাসে ঘরকন্না? শোনালেন নিজের জীবনের গল্প

দিদির মঞ্চে আর এক দিদি। সুদূর ক্যালিফোর্নিয়ার মহুয়া দি এবার এল দিদি নম্বর ওয়ানের মঞ্চে। সদ্যই দিদি নম্বর ওয়ানে এসেছিলেন তিনি। সেখানেই শোনালেন কীভাবে ‘প্রবাসে ঘরকন্না’ তৈরি হল। কীভাবে তিনি সকলের প্রিয় মহুয়া দি হয়ে উঠলেন।

আজকালকার মেকি যুগে একেবারে সাধারণ জীবন যাপনের গল্প ফুটে ওঠে মহুয়ার ব্লগে। প্রতিদিনের সংসার যাপন ফুটে ওঠে সুদূর ক্যালিফোর্নিয়া থেকে। স্বামী মানিক, ছেলে রামা ও মেয়ে মেহাকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। সেখানেই রোজের রান্নার মেনু থেকে ছেলে মেয়েদের স্কুল, বরের অফিস সব কিছুর গল্পই থাকে। অতি সাধারণ হয়েও যেন অসাধারণ হয়ে ওঠেন নিজের পরিবেশনার মধ্যে দিয়ে।

   
 ⁠

প্রায় বছর দুই পর দেশে ফিরেছেন মহুয়া। বাড়িতে এখন তাঁর ভাইয়ের বিয়ে। আর সেই অনুষ্ঠান উপলক্ষ্যে দেশে এসেই এবার দিদির মঞ্চে আরেক দিদি। মেদিনীপুরে তাঁর বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি হালিশহরে।

  
 ⁠

ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৮ লক্ষ। ফেসবুকে তাঁর ফলোয়ারর্স সংখ্যা ১৩ লক্ষেরও বেশি। সেমিফাইনাল পর্বে ডাক পেয়েছিলেন মহুয়া। তিনি জানান, কেবল তাঁর আমেরিকার ক্যালিফোর্নিয়ার সংসারের রোজনামচাকে ভ্লগ আকারে তিনি শেয়ার করে শুরু করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখান থেকেই তাঁর খ্যাতি এখন ছড়িয়েছে বিদেশ থেকে দেশেও।