পুজো হচ্ছে পার্টি নয়, এসব কী! কালী ঠাকুরের পাশে ছোট পোশাকে ছবি দিতেই ফের ট্রোলড পটল কুমার

পটল কুমার গানওয়ালার কথা মনে আছে আশা করি। সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় এই পটল কুমার ওরফে হিয়া। কিন্তু সে এখন ছবি দিলেই তীব্র নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন হিয়া। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে। ভালো কমেন্ট যেমন এসেছে তেমনই নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে।
ইদানিং বোল্ড লুকে একের পর এক ছবি আপলোড করছেন পটল কুমার গানওয়ালা ওরফে হিয়া। এদিকে ছবি আপলোড করতেই চরম নিন্দা শুরু হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে কালী ঠাকুরের পাশে একটি ছোট সাদা পোশাক পড়ে ছবি দিয়েছেন তিনি। আর তাতেই ফের শুরু হয়েছে নিন্দার বন্যা।
সমালোচকরা কমেন্ট করে লিখেছেন, “পুজোর জায়গায় কী ধরনের পোশাক পরা উচিত সেটা শুনে নিয়ে আসতে হত”। কেউ লিখেছেন, “ছবিটা বসে তুলতে হত আর ভদ্র ড্রেস পরতে হত। এটা পুজো হচ্ছে পার্টি নয়। এসব কী?”নেটিজেনদের একটা বড় অংশ পটল কুমারকে খোঁচা মেরে লিখেছেন, ‘জয় মা কালী’।
সম্প্রতি যা ছবিই হিয়া আপলোড করে তাতেই কটাক্ষের শিকার হতে হয় তাকে। বাচ্চা মেয়ে বলে রেহাই করেনা নেটিজেনরা। আসলে অল্প বয়সে এইরকম পাকা পোজের ছবি দেওয়াতেই তাঁদের আপত্তি। এদিকে দুদিন আগেই একটি কোমর বেকানো ছবি আপলোড করেন হিয়া। কালো ড্রেস পরা ওই ছবি আপলোড করতেই শুরু হল ফের কটাক্ষের ঝড়।
অল্প বয়সে বেশি পেকে গিয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক নেটিজেন। নিন্দে করে নেটিজেনরা লিখেছেন, “বাঁকা পটল”। ছবিটি মিরর সেলফি। অল্প বয়সে অভিনেত্রীর এই বোল্ড ছবি পছন্দ করছেন না দর্শকরা।
কিছুদিন আগেও ডেনিম স্কার্টের সঙ্গে কালো রঙের টপ পড়ে ছবি দিয়েছেন হিয়া। কিন্তু তার পোজ দেখে প্রায় রেগেই আগুন নেট দুনিয়া। সকলেই প্রায় তির্যক মন্তব্য করেছেন। কেউ কেউ তো বিরক্ত হয়ে তাঁকে পাঁকা পটল বলে আখ্যা দিয়েছেন। কেউ আবার লিখেছেন, “এই ড্রেস গুলো মোটেই মানাই না। আগে ছিল পটল কুমার এখন হয়েছে বেগুন কুমার’। এক নেটিজেন আবার পটলকে খোঁচা মেরে লিখেছেন, “বিকিনি লুকের ফটো শেয়ার করো”।