১৫ বছর বয়সেই এই কাণ্ড! এখনও আফসোস করে দিন কাটে অভিনেত্রীর

Avatar

Published on:

১৫ বছর বয়সেই এই কাণ্ড! এখনও আফসোস করে দিন কাটে অভিনেত্রীর

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। মিষ্টি মুখের অধিকারী এই অভিনেত্রীকে তেমন কোনো বিতর্ক আজ পর্যন্ত শোনা যায়নি। তবে তাঁর জীবনেরও বেশ কিছু অন্ধকারময় দিক রয়েছে যা শুনলে চমকে যাবেন। সম্প্রতি অভিনেত্রী প্রকাশ্যে এনেছেন সেই কথা।

জানা যায়, ছোট বেলায় একটা মারাত্মক ভুল করেছিলেন তিনি। যার জন্য এখনো আফসোস করেন অভিনেত্রী। প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। তাও মাত্র ১৫ বছর বয়সে।

   
 ⁠

বাবা মাকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে সংসার পাতেন। এরপর বেশ সুখেই ছিলেন তাঁরা। কিন্তু, পরে বুঝতে পারেন এক বড় ভুল করে ফেলেছেন। ২০১৩-এ আলাদা হয়ে যান দুজন। এরপর তুঝ সাং প্রীত লাগাই সাজনা সিরিয়ালে একসঙ্গে কাজ করেন পূজা আর কুনাল। তখন থেকেই ঘনিষ্টতা বাড়ে দুজনের। সম্পর্ক গভীর হয়।

  
 ⁠

এক দশকের বেশি সময় ধরে প্রেম করেছেন তাঁরা। এরপর ২০২০ সালে বিয়ে করেন দুজন। সেই মতো ২০২১- এ গোয়ায় রাজকীয় স্টাইলে ডেস্টিনেশন ওয়েডিং হয় কুনাল-পূজার। এদিকে বিয়ের ছয়মাসের মধ্যেই সন্তানের জন্ম দেন তিনি। তাই মনে করা হয় বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী।