রচনার জন্য খ্যাতির শীর্ষে দিদি নম্বর ওয়ান! কিন্তু কার হাত ধরে প্রথম এই শো শুরু হয় জানেন?

Published on:

রচনার জন্য খ্যাতির শীর্ষে দিদি নম্বর ওয়ান! কিন্তু কার হাত ধরে প্রথম এই শো শুরু হয় জানেন?

প্রায় এক যুগ ধরে চলছে দিদি নম্বর ১। আর এখনো সেই প্রথম দিনের মতোই জনপ্রিয় রয়েছে এই অনুষ্ঠান। যদিও জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই যে এই অনুষ্ঠান আরও জনপ্রিয়তা পেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। তবে জানেন কি রচনা বন্দ্যোপাধ্যায় নয় বরং অন্য এক অভিনেত্রী ছিলেন শোয়ের প্রথম সঞ্চালিকা। যার হাত ধরেই শুরু হয়েছিল এই রিয়েলিটি শো।

এই শো শুরু হয়েছিল অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়ের হাত ধরে। তিনিই ছিলেন এই শোয়ের প্রথম সঞ্চালিকা। তবে একটি সিজন করেই বিরতি নেন তিনি। জানিয়েছিলেন পারিবারিক কারণেই বিরতি নিয়েছিলেন। তবে তারপর একাধিকবার এই শো তে এসেছেন তিনি প্রতিযোগী হয়ে। নানান মজার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। তবে তিনি একা নন তাঁর স্বামীকে নিয়েও খেলে গেছেন এই মঞ্চ থেকে।

   
 ⁠

প্রসঙ্গত, মাঝে দুবার ছয় মাসের জন্য বিরতি নিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তখন একবার জুন মালিয়া ও একবার দেবশ্রী রায়কে সঞ্চালনার ভার দেওয়া হয়েছিল। কিন্তু দর্শক তাদের ভালো মত নেয়নি।সকলেই বারে বারে চেয়েছিলেন যেন রচনা বন্দ্যোপাধ্যায় ফেরত আসেন। চ্যানেলও যথারীতি তাই করেছিল।

  
 ⁠

এই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, মানুষ নিজের কষ্টের কথা যাঁকে শেয়ার করে অভ্যস্থ, কোথাও গিয়ে যেন তাঁকেই খোঁজেন। তাঁর সঙ্গে সেই সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছিল। সেই কারণেই হয়তো দর্শকেরা তাঁকে খুঁজতেন।বাংলার ঘরে যেন তিনিই সেরা সঞ্চালিকা। প্রতিদিন একই উদ্যমে, একই উৎসাহ নিয়ে তিনি নয়া নয়া পরিবারের গল্প শোনেন। হাজার হাজার মহিলা তাঁদের ব্যক্তি জীবনের কষ্টের কথা নিয়ে হাজির হন তাঁর কাছে।