এবার অস্কারের দৌড়ে ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত ছবিপুতুল। বাংলা সিনেমার কাছে এই পর্যায় সম্মান অর্জন এই প্রথম। তাঁর হাত ধরে অস্কার মঞ্চে জায়গা করে নিল বাংলা ছবি। এই খবরে রীতিমত আপ্লুত পরিচালক।
এর আগে এই ছবির গান ইতি মা অস্কারে মনোনিত হয়েছিল। কিন্তু পরে সেই গান নিজের জায়গা ধরে রাখতে পারেনি। উল্লেখ্য এই ছবিটি কান ফেস্টিভ্যালেও জায়গা করে নিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পরিচালক জানিয়েছেন, “আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমি ওয়েব সাইটে এখন সেটা বেরিয়ে গিয়েছে এটা সবথেকে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেকশন পেল। যেটা ওয়েব সাইটেও আছে। আর একটা ক্যাটাগোরি পেল। বাংলা, দেশ ও সারা বিশ্বের মিডিয়ার কাছে আর অবশ্যই আমার টিমের কাছে কৃতজ্ঞ”।
পরিচালক আরও বলেন, “দেশে-বাইরে অনেক ছবি রিলিজ হয়, আমার এটাই পাওনা যে ছবিটা একটা সুন্দর জায়গা পেল। তার স্বীকৃতি পেল। আর অস্কার এপিটোম অফ ফিল্মস। এমন জায়গা থেকে ছবি একটা মার্জিত সম্মান পেল। প্রিমিয়ারেও ছবিটা দেখে সবাই বলেছিল এটা পাওয়া উচিত। আমি খুব খুশি যে এটা পেল”।
মনোনয়ন তালিকায় বিশ্বের ২০০ টি সেরা সিনেমার সঙ্গে জায়গা করে নিয়েছে এই ছবি। মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের দেখা গিয়েছে অভিনয় করতে। সঙ্গীত পরিচালনা করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়।