জার্মানি গিয়ে দারুন বিপদে রবি ঘোষ! অবশেষে বিদেশিনীর সাহায্যে প্রাণরক্ষা

Published on:

জার্মানি গিয়ে দারুন বিপদে রবি ঘোষ! অবশেষে বিদেশিনীর সাহায্যে প্রাণরক্ষা

সংলাপ বলার ধরন এবং অঙ্গভঙ্গি তাঁকে বাংলার চলচ্চিত্রের অন্যতম অভিনেতা হিসেবে স্থান দিয়েছিল। সেই সময়ের কৌতুক অভিনেতা হিসেবে তার জুড়ি মেলা ছিল ভার। এহেন কিংবদন্তি অভিনেতা রবি ঘোষকে পড়তে হয়েছিল দারুন এক বিপদে। তাও আবার বিদেশের মাটিতে।

বার্লিন ফিল্ম ফেস্টিভালে গুপী গাইন বাঘা বাইন দেখানো হবে। সেই মত জার্মানি গিয়ে হাজির হয়েছিলেন পরিচালক সত্যজিৎ রায়, তপেন চট্টোপাধ্যায় এবং রবি ঘোষ। এবার সেখানে গিয়ে নতুন জামা কাপড় কিনবেন না তাই কি কখনো হয়। সেই মত গিয়েছিলেন একটি দোকানে।

   
 ⁠

প্রসঙ্গত, বরাবরই ছোটখাটো চেহারার অধিকারী ছিলেন অভিনেতা। যদিও নিয়মিত শরীর চর্চা করতেন তিনি। কিন্তু এই জার্মানে গিয়ে জামা কেনার সময় বিপত্তি বাঁধল। তার মাপের কোনও জামাই পাওয়া যায় না। কী বিপদ তখন।

  
 ⁠

এরপর এক জার্মান মহিলার সাহায্যেই রেহাই পেলেন।সেই জার্মান মহিলা তাঁকে নিয়ে যান কিডস বিভাগে। বাচ্চাদের জামার সাইজ সঠিকভাবে ফিট হয় তাঁর। ব্যাস! বেরিয়ে এলেন সেই জামা গায়ে দিয়ে। তখন তাঁর দিব্য আনন্দ। ছোটদের জামা কিনেই ফিরে আসেন তিনি। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন সব আক্ষেপ।