ফের বাংলা ছবিতে ফিরতে চলেছেন রবিনা! কবে থেকে শুরু শুটিং?

Published on:

ফের বাংলা ছবিতে ফিরতে চলেছেন রবিনা! কবে থেকে শুরু শুটিং?

৫০ বছর পূর্ণ করেও তিনি যেন ১৮র যুবতী। দুই দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটানোর পরও তিনি এখনও আগের মতোই ঝলমলে। তাঁর ‘তু চিজ বাদি হ্যায় মাস্ত মাস্ত ‘ গানে নাচ পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিল। শোনা যাচ্ছে সেই রবিনা ট্যান্ডনকে ফের একবার বাংলা ছবিতে দেখা যেতে চলেছে।

পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর তৈরি হচ্ছে পরিচালক আতিউল ইসলামের ‘বানসারা’ ছবি। অতিলৌকিক কিছু ঘটনা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। এই ছবিতেই বিশেষ চরিত্রে দেখা যেতে পারে রবিনাকে।

   
 ⁠

এক প্রথম সারির সংবাদ মাধ্যমিকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, রবীনা টন্ডনকে প্রস্তাব দিয়েছেন। চরিত্রটি নাকি এক জন ক্ষুরধার রাজনীতিকের। তবে পুরো আলোচনাটাই প্রাথমিক স্তরে রয়েছে। যদি প্রস্তাবে অভিনেত্রী রাজি হন তাহলে কলকাতায় এসে শুটিং করবেন তিনি।

  
 ⁠

অক্ষয় কুমারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ চর্চা শুরু হয়েছিল। জানা গিয়েছিল তাদের মধ্যে বাগদান পর্ব হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। কিন্তু তারপর হঠাৎই বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই নিয়েও তখন টিনসেল টাউনে ব্যাপক আলোচনা হয়েছিল।

বিচ্ছেদের পরেই ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করেন রবিনা। এর কিছু দিনের মধ্যেই মাত্র ২১ বছরে মা হন রবিনা। তবে সন্তান প্রসব করেননি তিনি বরং দত্তক নিয়েছিলেন তার খুড়তুতো ভাইয়ের দুই মেয়েকে। কারণ সেই সময় তার ওই ভাই মারা গিয়েছিল।