বিনোদন

দিদি নম্বর ওয়ানের সেটে রচনার জন্মদিন উদযাপন! বিশেষ দিনে হাজির ৪ বিশেষ অতিথি, রইল ভিডিও

প্রায় এক যুগ ধরে চলছে দিদি নম্বর ১। আর এখনো সেই প্রথম দিনের মতোই জনপ্রিয় রয়েছে এই অনুষ্ঠান। যদিও জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই যে এই অনুষ্ঠান আরও জনপ্রিয়তা পেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। এদিন তাঁর জন্মদিনে এক বিশেষ এপিসোড সম্প্রচারিত হয়ে গেল পর্দায়।

রোজ বিকেলে এই দিদি নাম্বার ওয়ান দেখার জন্য মুখিয়ে থাকেন প্রতিটি ঘরের মহিলারা। আর সেই সঙ্গে কখন যেন ঘরের মেয়ে হয়ে উঠেছেন এই রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন এত মহিলার জীবন সংগ্রামের কথা শোনেন তিনি। অনুপ্রেরণা জোগা়ন প্রতিযোগীদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাঁকে কোথাও যেন ভরসাও করেন প্রতিযোগীরা।

আজ ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে আজকের এপিসোডে উপস্থিত ছিলেন চারজন বৃদ্ধা। চারজন দিদা এসেছিলেন বৃদ্ধাশ্রম থেকে খেলতে। এদিন তাঁদের সঙ্গে খেলে আপ্লুত সঞ্চালিকা। এছাড়াও কেক কাটার ব্যবস্থা করা হয়েছিল টিমের তরফ থেকে।

সঞ্চালিকা এদিন বলেন, “এই মানুষগুলোর কাছ থেকে এতটা ভালোবাসা পাই সবসময়। এত মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি বলেই হয়তো আজ এত বছর ধরে আমরা চালিয়ে যেতে পেরেছি এই শো। নাহলে এত মাসের, এত বছরের জার্নি আমরা অতিক্রম করতে পারতাম না, যদি এই মানুষগুলোর আশীর্বাদ সঙ্গে না থাকত। সকলে বলে ঈশ্বরের আশীর্বাদ থাকলে সব সম্ভব”।

তিনি আরো বলেন, “আমি বলব এই মানুষগুলো জীবনে না থাকলে, অনেককিছু সম্ভব হত না। এতটা পথ অতিক্রম করাও কঠিন হত।”

Back to top button