আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। নারী নিরাপত্তা নিয়ে সরব চলচ্চিত্র থেকে রাজনৈতিক মহল সকলেই। এরমধ্যেই রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর বিভিন্ন কর্মকান্ডের জন্য দারুন ট্রোল হয়েছেন। তারকা সাংসদের বেশ কিছু কাজ দেখে ক্ষেপে গিয়েছেন লোকজন। এমনকি জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ান বয়কট করার ডাকও উঠেছিল।
লাগাতার টিআরপি তালিকায় শীর্ষে থাকত দিদি নম্বর ওয়ান। এই শোয়ের জনপ্রিয়তাকে টেক্কা দেওয়া কার্যত মুসকিল। তবে এবার এই শোয়ের জনপ্রিয়তাই এবার মুখ থুবড়ে পড়ল। এক ধাক্কায় অনেকটা কমেছে টিআরপি।
তবে এই সব কিছুর মধ্যেও ট্রোলকে পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি হুগলিতে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে ওল কিনেছিলেন তিনি। এই নিয়েও কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। এবার হুগলিরই এক পুজোর উদ্বোধনে এসে সেই প্রসঙ্গে জবাব দিলেন রচনা।
তারকা সাংসদ বলেন, “বলাগড়ের সেই ওল খুবই ভালো ছিল, একটুও গলা ধরেনি। গরিব চাষীরা সবজি বিক্রি করছিলেন, চলার পথে দেখেছিলাম, তাই কিনেছিলাম। তবে এটা নিয়েও কম চর্চা হয়নি। যদিও ওসব সয়ে গিয়েছে, গায়ে মাখি না”।