উস্কে উঠল নস্টালজিয়া! প্রসেনজিতের গলা জড়িয়ে একী বললেন রচনা?

একে বিজয়া সম্মিলনী তার ওপর দশম অবতারের সাকসেস। তাই পার্টি তো হতেই হবে। সেই মতোই পার্টির আয়োজন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেখানেই দেখা মিলল একাধিক তারকাদের। এদের মধ্যেই উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নস্টালজিক হয়ে পড়েন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলা জড়িয়ে ছবি তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন এক দীর্ঘ ক্যাপশন।
বুম্বাদার বাড়িতে যেন বসেছিল চাঁদের হাট।বিজয় সম্মেলনের পার্টি এবং দশম অবতারের সাফল্যের জন্য নিজের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ-শুভশ্রী থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ, ঐন্দ্রিলা সকলেই। বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল এই পার্টি।
ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “সবচেয়ে সুন্দর, সুপুরষ একজিন হিরো। এই সন্ধের জন্য অনেক ধন্যবাদ তোমায়। খুব ভাল একটা সময় কাটিয়েছি। তুমি তো চিরসবুজ। পঞ্চাশের পরেই যে জীবন শুরু হয় সে প্রমাণ তুমিই দিয়েছ। তোমায় ভালবাসি। সবসময় ভালবেসে যাব”। রীতিমত তাঁর প্রিয় নায়কের প্রশংসাতে পঞ্চমুখ তিনি।
রচনা ছাড়াও সেই পার্টিতে সাদা সালোয়ার কামিজের সঙ্গে লাল ওড়নাতে মানানসই মেকআপে সেজে এসেছিলেন শুভশ্রী। স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে রাজ কেউ দেখা গিয়েছে সাদা রঙের পায়জামা পাঞ্জাবিতে। অঙ্কুশ সাদা শার্ট এর সঙ্গে পড়েছিলেন ব্ল্যাক জিন্স। অপরদিকে লাল চিকন এর সালোয়ারে সেজেছিলেন ঐন্দ্রিলা।
সাদা পোশাকে দেখা গিয়েছে, ইশা সাহাকেও। প্রিয় বুম্বাদার সঙ্গে জড়িয়ে পোস্ট দিতে দেখা গিয়েছে তাকে। সাদা টপ এবং স্কার্ট পরে অমৃতা চট্টোপাধ্যায় পার্টিতে জয়েন করেছিলেন। যীশু সেনগুপ্তরাও ছিলেন উপস্থিত। এছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত, পূজা বন্দ্যোপাধ্যায় অনেকেই উপস্থিত ছিলেন এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে।