প্রায় এক যুগ ধরে চলছে দিদি নম্বর ১। আর এখনো সেই প্রথম দিনের মতোই জনপ্রিয় রয়েছে এই অনুষ্ঠান। যদিও জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই যে এই অনুষ্ঠান আরও জনপ্রিয়তা পেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।
রোজ বিকেলে এই দিদি নাম্বার ওয়ান দেখার জন্য মুখিয়ে থাকেন প্রতিটি ঘরের মহিলারা। আর সেই সঙ্গে কখন যেন ঘরের মেয়ে হয়ে উঠেছেন এই রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন এত মহিলার জীবন সংগ্রামের কথা শোনেন তিনি। অনুপ্রেরণা জোগা়ন প্রতিযোগীদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাঁকে কোথাও যেন ভরসাও করেন প্রতিযোগীরা। তবে ফের একবার কি দিদি নাম্বার ওয়ানের মঞ্চ ছাড়তে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়? তাঁর বদলে দেখা যাবে অন্য মুখকে?
মাঝে দুবার ছয় মাসের জন্য বিরতি নিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তখন একবার জুন মালিয়া ও একবার দেবশ্রী রায়কে সঞ্চালনার ভার দেওয়া হয়েছিল। কিন্তু দর্শক তাদের ভালো মত নেয়নি।সকলেই বারে বারে চেয়েছিলেন যেন রচনা বন্দ্যোপাধ্যায় ফেরত আসেন। চ্যানেলও যথারীতি তাই করেছিল।
হঠাৎই একটা এপিসোডে সঞ্চালকের আসনে দেখা যাচ্ছে না রচনা বন্দ্যোপাধ্যায়কে। তবে কি সরে দাঁড়াচ্ছেন তিনি? এই জল্পনা যখন ঘুরপাক খাচ্ছে তখনই সামনে এলো আসল সত্য টা।
কোথাও যাচ্ছেন না রচনা। তিনিই থাকছেন এই এই শোয়ের সঞ্চালিকা। তবে মজা করে তাঁর জায়গায় এসে দাঁড়িয়েছিলেন প্রীতি। সে একেবারে রচনার ভঙ্গিতে বলছেন, “এবার বলো”। আর অপরদিকে, প্রতিযোগীর আসনে দাঁড়িয়ে রয়েছেন রচনা।