জীবনটাকে উপভোগ করা হবে না! অভিনয় থেকে দূরে থাকা নিয়ে এবার অকপট রচনা

Published on:

ছেলেকে পড়াতে বসেই দিদি নম্বর ওয়ানের প্রশ্ন তৈরি! রচনার নয়া কাণ্ড প্রকাশ্যে আনলেন পরিচালক

রূপের দিক থেকে বরাবরই এভারগ্রীন রচনা বন্দ্যোপাধ্যায়। তার বয়স পঞ্চাশ ছুই ছুই হলেও দেখে বোঝার উপায় নেই। অভিনয় থেকে আপাতত নিজেকে সরিয়ে রাখলেও দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা হিসেবে তার জনপ্রিয়তা এখন শীর্ষে। লোকসভা নির্বাচনের প্রার্থীও হয়েছেন তিনি। কিন্তু অভিনয় থেকে কেনো এত দূরে?

যেভাবে নিজেকে তিনি মেনটেইন করেন তাতে তার শরীরে কোনরকম ভাবেই বয়সের ছাপ পড়েনি। কিন্তু এই অভিনেত্রীই এখন অভিনয় করতে চাইছেন না। কেন? হলোটা কী তাহলে? এই প্রসঙ্গে সরাসরি উত্তর দিলেন তিনি।

   
 ⁠

রচনার কথায়, চাহিদার শেষ নেই জীবনে। তিনি ইচ্ছে করেই এখন অভিনয় করেন না। কারণ সব কিছু একটা সীমা থাকে। তাঁর মতে ভালোভাবে বেঁচে থাকার জন্য যতটা কাজের প্রয়োজন ততটাই করা উচিত। নয়তো জীবনটাকে উপভোগ করা হবে না। তাই এখন বেশি করে তিনি তাঁর পরিবারকে সময় দিতে চান।

  
 ⁠

এদিকে দিদি নম্বর ওয়ান করে তিনি যে কী বিপুল পরিমাণে জনসাধারণের ভালোবাসা পেয়েছেন তা বলার অপেক্ষা রাখেনা। প্রায় এক যুগ ধরে চলছে দিদি নম্বর ১। আর এখনো সেই প্রথম দিনের মতোই জনপ্রিয় রয়েছে এই অনুষ্ঠান। যদিও জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই যে এই অনুষ্ঠান আরও জনপ্রিয়তা পেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। একইসঙ্গে বহু মানুষের অনুপ্রেরণাও তিনি।