প্রথমবার ভোটে দাঁড়িয়েই কিস্তিমাত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। এদিকে স্বাভাবিক ভাবেই দিদি নম্বর ওয়ানকে সময় দিতে পারবেন খুবই কম। তাহলে কি বন্ধ হয়ে যাবে এই জনপ্রিয় শো? এই সংশয়ে যখন ভুগছেন অনুরাগীরা তখনই কৌতুহল নিরসন করলেন রচনা। এদিকে প্রশ্ন উঠছে কবে আবার বড় পর্দায় দেখা যাবে তাঁকে?
তারকা সাংসদ কবে বড় পর্দায় ফিরবেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তরে রচনা বলেন, এখনও পর্যন্ত ভাবিনি কিছু। দেখা যাক। ভবিষ্যতের কথা বলতে পারছি না। কিন্তু যদি এখনের কথা বলেন তাহলে বলব একদম সময় পাচ্ছি না।
রচনা জানিয়েছিলেন, “রাজনীতিক হিসেবে ব্যস্ততা তো বাড়বেই। তবে দিদি নাম্বার ওয়ান এবং এই নতুন দায়িত্ব সামলাতে তেমন অসুবিধা হবে না। দু-দিকেই সমান দায়িত্ব পালন করব”।
এদিকে দিদি নম্বর ওয়ান করে তিনি যে কী বিপুল পরিমাণে জনসাধারণের ভালোবাসা পেয়েছেন তা বলার অপেক্ষা রাখেনা। প্রায় এক যুগ ধরে চলছে দিদি নম্বর ১। আর এখনো সেই প্রথম দিনের মতোই জনপ্রিয় রয়েছে এই অনুষ্ঠান। যদিও জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই যে এই অনুষ্ঠান আরও জনপ্রিয়তা পেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। একইসঙ্গে বহু মানুষের অনুপ্রেরণাও তিনি।