বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন রাধিকা আপ্তে। কিন্তু যখন ব্যক্তিগত জীবনের এক বড় খবর প্রকাশ করলেন ঠিক তখনই চমকে উঠলো অনুরাগীরা। যতবার বিয়ের কথা তোলা হয়েছে এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। কিন্তু একেবারে সরাসরি গর্ভবতী কালীন অবস্থার ছবি দিয়েছিলেন। এবার সরাসরি সন্তান কোলে নিয়ে ছবি দিলেন অভিনেত্রী।
২০১২ সালে ব্রিটেনের গঠন সঙ্গীত টেল বেনেডিক্টরকে বিয়ে করেন রাধিকা। এরপর চুটিয়ে ১২ বছর ধরে সংসার করছেন। কখনো লন্ডন কখনো মুম্বাইতে থেকে সামলেছেন সাংসারিক ও পেশাগত জীবন। কখনই রাধিকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। উলটে যখনই রাধিকার বিয়ে নিয়ে কথা উঠত, অভিনেত্রী কিন্তু চুপটি করেই থাকতেন।
এবার ১২ বছর পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লন্ডন ফিল্ম ফেস্টিভালের ছবি আপলোড করেছেন রাধিকা। সেখানে স্পষ্ট তার স্ফীতোদর। ছবি দেখে স্পষ্ট হয় তিনি মা হতে চলেছেন।
এবার একেবারে সন্তান কোলে নিয়ে ছবি দিলেন তিন। সামনে খোলা ল্যাপটপ। যদিও ছেলে না মেয়ে সেই বিষয়টি জানাননি তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিলাম। ছবি দেখেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে অনুরাগী মহল।