বলিউডের অন্যান্য সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাধিকা আপ্তে। গতানুগতিক সিনেমা ছাড়াও নিজেকে ভেঙেচুরে যেভাবে নিত্যনতুন ছবি উপহার দিচ্ছেন এই অভিনেত্রী তা সত্যি কার এই প্রশংসার দাবি রাখে। তার একের পর এক সাহসী অভিনয় সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে।
প্রথম কেরিয়ারে এসে তাঁকেও কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল। তাঁর শারীরিক গঠন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। বড় স্তন না থাকলে অভিনেত্রীই নাকি হওয়া যায় না, এও শুনতে হয়েছিল অভিনেত্রী রাধিকা আপ্তেকে।
এমনকি তাঁর চেহারা দেখে অনেকেই ভেবেই নিয়েছিল তাঁকে তাঁকে নাকি কেবল দারিদ্রের চরিত্রেই মানাবে। গ্রামের চরিত্রে মানাবে। আবার বাদলাপুর ছবি করার পর মনে করা হয়েছিল, তাঁকে কেবল সেক্স কমেডি চরিত্রেই মানাবে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সিনেমায় সাহসী দৃশ্যের অভিনয় নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। সেখানে একেবারে অকপট স্বীকারোক্তি দেন অভিনেত্রী। খোলামেলা আলোচনা করেন সাহসী দৃশ্য নিয়ে। একই সঙ্গে নিজের পড়াশোনা, কেরিয়ার ওটিটিতে অভিনয় সবকিছু নিয়ে মুখ খুলেন তিনি।
সে অনুষ্ঠানে সঞ্চালিকা তাকে প্রশ্ন করেন, সাহসী দৃশ্যে তিনি কিভাবে এত সুন্দর অভিনয় করেন তাই নিয়ে। এর উত্তরে সাবলীলভাবে অভিনেত্রী জানান, “আমার মনে হয় না নিজের শরীর নিয়ে লজ্জার কিছু আছে। যেটা সবচেয়ে খারাপ সেটা হল, শরীর নিয়ে লজ্জা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেটা নিয়ে আদতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। আমরা তো শরীরটা নিয়েই পৃথিবীতে এসেছি,তাই শরীরকে লজ্জা নয় বরং সম্মান করা উচিত”।